আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখছে জামায়াত

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে সৈয়দ আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আগামী নির্বাচনও একেবারে সঠিক সুষ্ঠু হবে, এমন পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কোনো কোনো নির্বাচনী এলাকায় ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে।

কিছুদিন আগে পাবনায় আটঘরিয়া এলাকায় জামায়াতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। কিছু মারধরের ঘটনা ঘটেছে। এখনো নির্বাচনের তারিখই হয়নি, জায়গা দখলের প্রতিযোগিতা হচ্ছে। সে জন্য নির্বাচন সংস্কার কমিটির যিনি চেয়ারম্যান আছেন, আমি তাকে ওয়েলকাম করছি।’

আজ রোববার (১৮ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার নেতৃত্বে জামায়াতের ১১ সদস্যর একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।

তাহের বলেন, ‘আমি মনে করি, এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত, যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু, সঠিক হবে, তার জন্য যা করা দরকার তাই করতে হবে। এর জন্য যদি কঠোর হতে হলে তাই হতে হবে, ব্যবস্থা নিতে হলে তাই করতে হবে। নির্বাচন উচিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে।’

‘নির্বাচন কমিশনের কাজও কিছুটা প্রশ্নবোধক’ মন্তব্য করেন তাহের বলেন, ‘নির্বাচন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে। কারণ কিছু ঘটনায় আমরা দেখছি যে নির্বাচন কমিশন তার সঠিক পদক্ষেপ নিতে পারছে না। সে ক্ষেত্রেও সরকারকে অনুরোধ করব, তারা যেন খেয়াল রাখে।

নির্বাচনের বেশ আগেই যেন দেশের পরিস্থিতিটা, লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে আমরা বলি, সেটা তো ভোটের দিনের ইস্যু না, ভোটের অনেক আগের ইস্যু। সে কাজগুলো যেন সরকার শুরু করে। যেখানে যেখানে সন্ত্রাসের সম্ভাবনা আছে, এক দল আরেক দলের ওপরে ঝাঁপিয়ে পড়ার যে লক্ষণ আমরা দেখছি, এগুলো অনেক আগেই নিয়ন্ত্রণ করা উচিত।’

তিনি বলেন, ‘সরকারের রাজনৈতিক দলগুলো ও জাতিকে এই বার্তা দিতে হবে যে, নির্বাচনকে আমরা যে কোনোভাবে অবাধ ও সুষ্ঠু করব। এ ক্ষেত্রে সরকারকে একেবারে নিরপেক্ষ হওয়া দরকার।’

নির্বাচন নিয়ে সরকারের পদক্ষেপের কিছুটা ‘ঘাটতি’ আছে বলেও মনে করে তাহের। তিনি বলেন, ‘জেনে, অথবা না জেনে, কিছু কিছু পদক্ষেপ এমন আছে, যেখানে নিরপেক্ষতার অথবা দক্ষতার অভাব আছে।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু হয় ও সন্ত্রাসমুক্ত হয়, সেটাই আমাদের একটি প্রধান লক্ষ্য। আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল গত তিনটি নির্বাচনের নামে প্রহসন। বাংলাদেশকে যদি এই ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন দরকার।’ তিনি বলেন, ‘আমরা দেখছি, নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর ভেতরেও নানা ধরনের অস্থিরতা কাজ করছে।’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে আলোচনার বিষয়বস্তু সম্পর্ক তাহের বলেন, ‘আলোচনার পরে অনেকগুলো বিষয়ে ঘটেছে, কারও কারও বিশ্লেষণ হচ্ছে, এর পেছনেও দেশকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হচ্ছে। এ সমস্ত নানামুখী আনরেস্ট (অস্থিরতা) তৈরি করার প্রক্রিয়া। আমরা এ ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি।

সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরও কিছু দৃঢ়তার সঙ্গে, সঠিকতার সঙ্গে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করে।’

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
দর্শকরা ধারণাও করতে পারবেন না ‘তাণ্ডব’-এ কী রয়েছে : রায়হান রাফী May 18, 2025
img
হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন: ডিএনসিসি May 18, 2025
img
সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র May 18, 2025
img
অশ্লীলতার অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ May 18, 2025
img
ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে May 18, 2025
img
সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে : সারজিস May 18, 2025
এক বছরে কমলো ধনী ব্রিটিশদের সংখ্যা May 18, 2025
img
এই মুহূর্তে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই : বিজয় May 18, 2025
রিজিক বৃদ্ধির সেরা আমল | ইসলামিক টিপস May 18, 2025
img
স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা May 18, 2025
img
বাংলাদেশিদের সহজ শর্তে ভিসা দিচ্ছে কুয়েত May 18, 2025
কোহলির মাধ্যমিক শ্রেণির রেজাল্ট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন এই কিংবদন্তি? May 18, 2025
img
মুদ্রা ছাপাতে কেন ভারতের উপর নির্ভর করতে হয়েছিল পাকিস্তানকে? May 18, 2025
ইমন চারের থেকে ছয় মারতে বেশি পছন্দ করে: মিঠুন May 18, 2025
তামিম ভাইয়ের পর আমার সেঞ্চুরি, খুব ভালো লাগছে ; পারভেজ হোসেন ইমন May 18, 2025
টেস্ট থেকে সদ্য অবসর নেয়া বিরাট কোহলি কত টাকার মালিক May 18, 2025
পাক যুদ্ধের পর এবার মহাকাশেও ব্যর্থ ভারত, মাঝপথেই ধ্বংস রকেট May 18, 2025
জয়শঙ্করের স্বীকারোক্তিতে তোলপাড় ভারতে, কি বলেছিলেন পাকিস্তানকে? May 18, 2025
আসিফ মাহমুদের বাবা টেন্ডারবাজি করে, মানুষের জমি দখল করে May 18, 2025
img
বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে মুরগি আমদানি May 18, 2025