ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে : সালাহউদ্দিন

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আজ-কালকের মধ্যে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ না পড়ালে যে আন্দোলন চলছে, তা অন্যভাবে রূপ নেবে।’

রবিবার (১৯ মে) বিকেলে সিলেট নগরীর বালুচরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট) জি কে গউছ এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রাসেদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, এম এ মালেক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন এবং শাম্মী আক্তার।

সালাহউদ্দিন বলেন, “ঢাকায় রাজপথ ও নগর ভবন ঘিরে আন্দোলন চলছে। স্থানীয় সরকার উপদেষ্টাকে আলটিমেটাম দেওয়া হয়েছে—আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “সরকারকে সহায়তা করতে বিএনপি সব সময় প্রস্তুত। কিন্তু তাই বলে আপনারা যা ইচ্ছা তাই করবেন, তা মেনে নেওয়া হবে না। আজ রাতের মধ্যেই ইশরাককে শপথ করাতে হবে, নইলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে।”

এ সময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে সরকারিভাবে ১৮ কোটি জনগণ বলা হলেও প্রকৃত সংখ্যা ১৯ কোটির বেশি। এত বিশাল জনসংখ্যার দেশে বিএনপির কি এতই টান পড়েছে যে আওয়ামী লীগ থেকে লোক আনতে হবে?”

তিনি অভিযোগ করেন, “যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা ফ্যাসিবাদ লালন করে, তারা জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারে না। আওয়ামী লীগের ডিএনএ-তেই গণতন্ত্র নেই। তারা সংবিধান লঙ্ঘন করে বাকশাল কায়েম করেছিল, হাজার হাজার মানুষ হত্যা করেছে।”

৫ আগস্টের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “সেদিনের গণ-অভ্যুত্থানে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, তারা ১৪০০ মানুষ হত্যা করেছে, ২০ হাজারকে পঙ্গু করেছে। অথচ এখনও তাদের অনুশোচনা নেই, ক্ষমাও চায়নি।”

বিএনপিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষক উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি শক্তিশালী না থাকলে দেশে সংসদীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার, বহুদলীয় ব্যবস্থা আসতো না। এই দল দুর্বল হলে দেশ দুর্বল হবে।”

তরুণ প্রজন্মকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, “তাদের সামনে তারেক রহমানের ৩১ দফা তুলে ধরতে হবে। বাংলাদেশি পরিচয়ে যারা বিশ্বাসী, তারাই জাতীয়তাবাদী দলের প্রকৃত সদস্য হতে পারে।”

আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি।

তিনি বলেন, “যারা গুম-খুন, অপহরণে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদ যেন আর কখনও এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”

সালাহউদ্দিন নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গঠনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “দলের প্রাণ হচ্ছে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়। প্রতিযোগিতা থাকা ভালো, তবে তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়।”

অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ডিসেম্বরের ১৩ দিনেও কোনো রেমিট্যান্স আসেনি দেশের ১০ ব্যাংকে Dec 15, 2025
img
কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১৭ জনের, আহত ২০ Dec 15, 2025
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Dec 15, 2025
img
৩ দাবিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা ডাকসুর Dec 15, 2025
img
রাজধানী ঢাকায় কমবে দিনের তাপমাত্রা Dec 15, 2025
img
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি, কমেছে দাম Dec 15, 2025
img
অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৬ Dec 15, 2025
img

চানখারপুলে ছয় হত্যা

হাবিবুর রহমানসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু আজ Dec 15, 2025
img
ওসমান হাদির ঘটনায় মেহেরপুর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার Dec 15, 2025
img
এমবাপে ও রদ্রিগোর গোলে আলাভেসের বিপক্ষে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Dec 15, 2025
img
এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের Dec 15, 2025
img
শব্দদূষণকারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে: রিজওয়ানা হাসান Dec 15, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

হলান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে বড় ব্যবধানেই হারাল ম্যানচেস্টার সিটি Dec 15, 2025
img
আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সিঙ্গাপুর Dec 15, 2025
img
১৫ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Dec 15, 2025
img

বুন্ডেসলিগা

টেবিলের তলানির দলের বিপক্ষে কোনোমতে হার এড়াল বায়ার্ন মিউনিখ Dec 15, 2025
img
ভোটাধিকার প্রয়োগ করে প্রবাসীদের দেশ গড়ায় অবদান রাখার আহ্বান Dec 15, 2025
img
সিডনির ঘটনায় প্রশংসায় ভাসছেন মুসলিম ফল ব্যবসায়ী Dec 15, 2025
img
বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হচ্ছে বিএনপির শরিকদের আসন Dec 15, 2025
img
ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা Dec 15, 2025