পাকিস্তানের পক্ষ নেওয়ায় ভারতে তুরস্কের পণ্য বয়কট

কাশ্মীর হামলা ইস্যুতে শুরু হওয়া যুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়ায় তুরস্কের বিভিন্ন পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। দেশটিতে মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্মে তুর্কি পণ্য বয়কট কর্মসূচি পালিত হচ্ছে।

সোমবার (১৯ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার জেরে ভারতের ছোট মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতারা তুর্কি পণ্য বয়কট করছে। এই বয়কটের তালিকায় রয়েছে চকলেট, কফি, জ্যাম, প্রসাধনী এবং পোশাক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোর পর এই উত্তেজনা তীব্র হয়েছে।

ভারতে ১৩ মিলিয়ন ছোট মুদি দোকানে পণ্য সরবরাহ করে অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটর ফেডারেশন (এআইসিপিডিএফ)। সোমবার তারা ঘোষণা করেছে যে তারা তুর্কি উৎপত্তির সকল পণ্যের উপর ‘অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বয়কট’ শুরু করছে। এই বয়কট চকলেট, ওয়েফার, জ্যাম, বিস্কুট এবং ত্বকের যত্নের পণ্যগুলোর উপর প্রভাব ফেলবে।

ভারতের শীর্ষস্থানীয় ফ্যাশন ওয়েবসাইটগুলো, যেমন ওয়ালমার্ট-সমর্থিত ফ্লিপকার্ট এবং ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্সের মালিকানাধীন সাইটগুলো, তুর্কি পোশাক ব্র্যান্ডগুলোর তালিকা সরিয়ে ফেলেছে। ফ্লিপকার্টের ফ্যাশন ওয়েবসাইট মিনত্রা তুর্কি ব্র্যান্ড ট্রেন্ডিওল, এলসি ওয়াইকিকি এবং মাভি-এর তালিকা সরিয়ে ফেলেছে।

একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত ‘জাতীয় স্বার্থে’ নেওয়া হয়েছে। রিলায়েন্সের ফ্যাশন ওয়েবসাইট এজিও-তেও ট্রেন্ডিওল, কোটন এবং এলসি ওয়াইকিকির মতো ব্র্যান্ডগুলো সরিয়ে ফেলা হয়েছে বা সেগুলোর অনেক পণ্য ‘স্টক নেই’ হিসেবে দেখানো হচ্ছে। এই পদক্ষেপের পেছনে ‘জাতীয় অনুভূতি’ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তুরস্কের সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্যিক লেনদেন প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলার হলেও, পণ্যের এই বয়কট জনমনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গত বছরে ভারত তুরস্ক থেকে প্রায় ৮১ মিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুকভিন্দর সিং সুখু ইতোমধ্যে তুরস্ক থেকে আপেল আমদানির ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, তুরস্ক থেকে প্রতি বছর প্রায় ৬০ মিলিয়ন ডলারের আপেল আমদানি করে ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লিপকার্ট সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা তুরস্কের জন্য ফ্লাইট, হোটেল এবং হলিডে প্যাকেজ বুকিং স্থগিত রেখেছে। ‘জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রতি সংহতির’ অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, তুরস্কভিত্তিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ফার্ম চেলেবি-এর নিরাপত্তা অনুমোদন বাতিল করেছে ভারত সরকার এবং অনেকে তুরস্ক ভ্রমণ বাতিল করছেন। এয়ার ইন্ডিয়া তুর্কি এয়ারলাইন্সের সঙ্গে ইন্ডিগোর অংশীদারিত্ব বন্ধ করতে লবিং চালাচ্ছে বলেও জানা গেছে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিলো সরকার May 20, 2025
img
পুলিশের চাকরি ছেড়েছেন পাঁচ এএসপি May 20, 2025
img
প্রেগন্যান্ট শুনেই তালাক দিয়ে দেন তালহা : হ্যাপি May 20, 2025
‘বাবু ভাইয়ার বিরুদ্ধে ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি অক্ষয় কুমারের May 20, 2025
img
চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের না দিতে হাইকোর্টে রিট May 20, 2025
img
হান্নান মাসুদের জিম্মায় ছেড়ে দেওয়া হলো ৩ সমন্বয়ককে May 20, 2025
img
বৃষ্টি নিয়ে আইপিএলে নতুন নিয়ম May 20, 2025
img
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে মিরাজ May 20, 2025
কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন নুসরাত ফারিয়া May 20, 2025
ইশরাকের শপথ নিয়ে আমাকে দোষারোপ করবেন না: আসিফ মাহমুদ May 20, 2025
img
আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না : ডিএমপি May 20, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি May 20, 2025
img
দেশে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন May 20, 2025
img
এনবিআর দুই বিভাগে ভাগ করাই থাকবে : অর্থ উপদেষ্টা May 20, 2025
img
দুদকের তলবে সাড়া দিলেন না স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও তুহিন ও মাহমুদুল May 20, 2025
img
'মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম', কারামুক্ত হওয়ার পর নুসরাত ফারিয়া May 20, 2025
ডায়াবেটিসের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য! May 20, 2025
img
সারা দেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৬০৫ জন May 20, 2025
img
রানি মুখার্জিকে ফিরিয়ে দিয়েছিলেন আমির, কারণ কী? May 20, 2025
img
অবশেষে গেজেটেড হলেন ৪৩তম বিসিএসের ১৬২ জন May 20, 2025