বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সংস্কার এবং নির্বাচনকে সামনাসামনি করে দেওয়া অপরাধ, এটা ভুল। আরে গণতন্ত্র নিজেই সংস্কার। সে জন্যই বিচার, সংস্কার ও নির্বাচন হতে হবে এবং সবই যত দ্রুত সম্ভব করতে হবে।’
মঙ্গলবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনাসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘আগে রাজতন্ত্র ও সামন্তবাদ ছিল। গণতন্ত্র যে এসেছে এটাও তো একটা সংস্কারের মধ্য দিয়ে এসেছে, একটা বিপ্লবের মধ্যে দিয়ে এসেছে। আর সেই গণতন্ত্র সারা দুনিয়ায় অনেকভাবে কার্য্কর।
আমেরিকায় যেভাবে গণতন্ত্র কার্যকর হয়, ইংল্যান্ডে সেভাবে হয় না, ফ্রান্সে যে রকম কার্য্কর হয়, ভারতে সেভাবে হয় না। আবার নেপালে যে রকম হয় বাংলাদেশে সে রকম হয় না। একেক দেশে একেকভাবে গণতন্ত্র কার্যকর হয়। কাজেই সংস্কার আর গণতন্ত্র পরস্পরবিরোধী নয়, এটা পরিপূরক।’
তিনি বলেন, ‘যারা ফ্যাসিবাদী সরকারের দোসর ছিল, নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সঙ্গে ছিল, অবশ্যই তাদের সবার বিচার করতে হবে। কারণ তারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার সহকর্মীর বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে। অবশ্যই বিচার চাই। কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না। এই প্রশ্ন যারা তোলে, তারা আসলে এই কথা বলে জনপ্রিয় কথার আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়।
আপনি জুলুম করতে পারেন যে তিন দিনের মধ্যে বিচার করতে হবে, সাত দিন বা দশ দিন বা এক মাসের মধ্যে বিচার করতে হবে, এটা কি করা উচিত? সুবিচারের জন্য এই শব্দটা কি ভালো? আমরা বলেছি, দ্রুত বিচার অবশ্য্ই করতে হবে। এটা আমরা লিখিতভাবে সরকারকে বলেছি। আমরা বলেছি আরেকটা ট্রাইব্যুনাল করেন। এত বেশি লোকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হয়েছে একটা ট্রাইব্যুনালে হবে না। কিন্তু সেটা করতে করতে কয়েক দিন আগে করল। এখন পর্যন্ত সেটা কার্য্কর হয়নি। দোষটা কার? আমাদের? ইনভেস্টিগেশন অফিসার নাই বেশি আরো দিতে হবে। সেটা করা হচ্ছে না, বিলম্ব করা হচ্ছে। আসল উদ্দেশ্যটা কী?’
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান আবু তাহের, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
আরএম/এসএন