মুচলেকায় ৩ জনকে ছাড়ানোর বিষয়ে যা জানালেন হান্নান মাসউদ

সোমবার মধ্যরাতে ধানমন্ডির ৪ নম্বর সড়কে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে আটক করে পুলিশ। তারা গোলাম মোস্তফাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেফতারের দাবিতে বাসার সামনে অবস্থান করছিলেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান গোলাম মোস্তফা। পুলিশের সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার ১৩ ঘণ্টা পর মঙ্গলবার (২০ মে) মুচলেকা নিয়ে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু।

থানা থেকে এনসিপি নেতার জিম্মায় তিনজনকে ছেড়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন, হান্নান মাসউদ তাদেরকে ছাড়িয়ে এনেছেন।

তবে ধানমন্ডি থানার ওসি বলেন, এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। ফলে তাদেরকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এনসিপি নেতা হান্নান মাসউদ। পুরো বিষয়টি তুলে ধরে গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।

ওই পোস্টে হান্নান মাসউদ বলেন, মোহাম্মদপুর থানা বৈবিছাআর আহ্বায়কসহ তিনজনকে আটক করা হয় মবসৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈবিছাআ'র পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিলো। এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি, যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেননি এবং করতেও চাচ্ছিলো না।

তিনি আরো বলেন, তাছাড়া ফ্যাসিবাদবিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিলো, যেটা পরবর্তীতে আমি জানতে পারি। এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে, ইনশাআল্লাহ এই মবসৃষ্টির মূলহোতারা দ্রুত এরেস্ট হবে। ডিএমপিকে ওদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে।

এদিকে এ ঘটনায় আজ বুধবার হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। নোটিশের জবাব দিতে তাকে ৩ দিন সময় দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘গতকাল মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভূক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যহতি প্রদান করা হয়। এতদ্বসত্ত্বেও, আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন।’

এতে বলা হয়, ‘উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্য শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।’

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজশাহীতে ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছে বাসদ May 21, 2025
img
ছেলের পাশে কুমার বিশ্বজিৎ, দেখতে গেলেন কিংবদন্তি সাবিনা ইয়াসমিন May 21, 2025
img
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা May 21, 2025
img
সাঁতারে রেকর্ড গড়ে সোনা জিতলেন মাইশা May 21, 2025
img
সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা May 21, 2025
img
তিন দিনের রিমান্ডে সাবেক এমপি আব্দুল আজিজ May 21, 2025
৩৬০০ কিমি দূরে থেকেও আঘাত হানতে পারবে ইরান! May 21, 2025
রেমিটেন্সের ওপর ট্রাম্পের কর প্রস্তাবে বিপর্যস্ত দেশের অর্থনীতি May 21, 2025
রাজনীতিতে খরচ কমাচ্ছেন এলন মাস্ক! May 21, 2025
হার্টকে নতুন করে গড়ার রহস্য উদঘাটন করল গ্রামের ম্যাজিক মাছ! May 21, 2025
আসিফ মাহমুদ বাচ্চা পোলাপাইন, আমার চেয়েও জুনিয়র! রাজনীতির কী বুঝবে? May 21, 2025
ডেমরায় বিএনপি নেতার নেতৃত্বে হত্যা, রায় ঘোষণা করলো আদালত May 21, 2025
ছাত্রলীগ করতেন, এখন ছাত্রদলের সভাপতি! May 21, 2025
img
বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করেন, এই দেশে চিকিৎসার প্রয়োজন নেই: রুমিন ফারহানা May 21, 2025
img
ভারতীয় নাগরিক হলে অবশ্যই ফেরত নিতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা May 21, 2025
১৬ বছরে যা পারেননি, আমরা আন্দোলনে পেরেছি: এনসিপি নেত্রী May 21, 2025
মুদ্রার এপিড ওপিট হয়ে গেছে আওয়ামী লীগ-বিএনপি May 21, 2025
img
নিজেরই ছবি পোস্ট করে বিপাকে জেনিফার লোপেজ May 21, 2025
img
নাঈম শেখের সেঞ্চুরি মিস, বাংলাদেশের পুঁজি ২২৫ May 21, 2025
img
২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পরেশকে আইনি নোটিশ May 21, 2025