নাহিদ ইসলামের প্রশংসা করলেন ইশরাক হোসেন

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হওয়ায় এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রশংসা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। একইসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন তিনি।

আজ বুধবার (২১ মে) ইশরাক নিজেই তার কর্মীদের সঙ্গে কাকরাইল মোড়ে আন্দোলনে যোগ দিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পর একটা বানোয়াট ফল ঘোষণা করে। সেটাকে বাতিল চেয়ে আমরা মামলা করেছিলাম। পরে শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে, মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী। এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয়, সেখানে সাত আট জন আইনজীবী রয়েছেন। তারা পুরো মামলাটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। তাদের বলা হলো, আইন মন্ত্রণালয়ের মতামত নিতে হবে।

আইন মন্ত্রণালয় বললো, তারা স্বাধীন প্রতিষ্ঠান তারা যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেবো। এর পর ইলেকশন কমিশন আইন অনুযায়ী গেজেট প্রকাশ করলো। এখন প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্তব্য আমার শপথ সম্পন্ন করানো। তারা শুধুমাত্র শপথের আয়োজন করবে।’

তিনি বলেন, ‘কিন্তু একটি নতুন দল, আমি আশাবাদী ছিলাম। কিন্তু আমরা দেখলাম, এই সরকারের মধ্যেই তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল। আমরা আন্দোলন শুরু করেছিলাম একটা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে। সেখান থেকে আমরা আবার পিছিয়ে গেলাম। আমি নাহিদ ইসলামকে প্রশংসা করবো, তিনি পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হয়েছে। কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা আছেন। আমার সাথে যদি এ রকম আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, তখন আপনারা আশা রাখতে পারেন, যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে?’

ইশরাক হোসেন বলেন, ‘হাসিনা যেমন বিচার বিভাগ থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেছিল, তেমনটি হচ্ছে। আমরা কি আরেকটা স্বৈরাচারীর জন্ম হতে দিতে পারি? আরেকটা স্বৈরাচীর জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে দেবো না ইনশাল্লাহ। আমরা যেকোনো স্বৈরাচারকে উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। যেমনটি হাসিনার আমলে আমরা গুম হয়ে, মামলা খেয়ে, জেল খেটে স্বৈরাচার পতনের পেক্ষাপট তৈরি করেছিলাম।’

তিনি বলেন, সরকার কীভাবে তাদের নিরপেক্ষতা ফিরে পাবে, সেটা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরপর মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে।

বিএনপি নেতা বলেন, ‘জনগণের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের জন্য আমরা রাজপথে অবস্থান করছি। এই ভাইয়েরা রোদে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে। এই আন্দোলন কি ইশরাকের মেয়রের জন্য। না। এটা জনগণের ভোটের অধিকারের জন্য। আমিও সর্বাত্মভাবে এই আন্দোলনে যোগ দিলাম এবং আমিও পাশাপাশি এখানে অবস্থান করবো, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে অবস্থান করবো।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ভারতের বিমানবন্দরে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হচ্ছে Jul 06, 2025
ইরান ছাড়লেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল Jul 06, 2025
img
সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ Jul 06, 2025
img
জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের চোখের জল মুছতে চাই আমরা : শারমিন মুরশিদ Jul 06, 2025
img
যে কারণে পালিয়ে ভারতে এসেছিলেন দালাই লামা Jul 06, 2025
img
ফ্যাসিবাদের দোসররা ছোবল মারার জন্য ফণা তুলছে: রিজভী Jul 06, 2025
img
জামায়াত ক্ষমতায় এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেবে : রেজাউল করিম Jul 06, 2025
img
বাতাসেই এখন চলছে জাহাজ, চীনের হাতে বাস্তব হলো কল্পনা Jul 06, 2025
img
ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরা ছবি সম্পর্কে যা জানা গেল Jul 06, 2025
img
রাষ্ট্রযন্ত্র থেকে বেডরুম পর্যন্ত তাহলে ফেসবুকই নিয়ন্ত্রণ করে? : মম Jul 06, 2025
img
‘তুই মুম্বাইয়ে থেকে যা’, এন্ড্রু কিশোরকে অনুরোধ করেছিলেন আর.ডি. বর্মণ Jul 06, 2025
img
ক্যান্সারের কাছে হার মানলেন জনপ্রিয় হলিউড অভিনেতা Jul 06, 2025
img
ফিলিস্তিনি গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে Jul 06, 2025
img
৭৮ বলে ১৪৩ রান করে শান্তর রেকর্ড ভাঙলেন সূর্যবংশী Jul 06, 2025
মহাকাশে মিলল বিশাল ও পানিসমৃদ্ধ নতুন গ্রহ! Jul 06, 2025
img
‘রঘু ডাকাত’-এর শুটিং শেষ, আবার কি ছোট পর্দায় ফিরবেন ইধিকা? Jul 06, 2025
img
ফের ট্রলের শিকার আদিপুরুষ, রামায়ণ টিজারে বাজিমাত Jul 06, 2025
img
রামায়ণে রাবণ রূপে যশ, প্রথমে পছন্দ ছিলেন হৃতিক রোশন Jul 06, 2025
জুলাইয়ে শিক্ষার্থীদের ঢাল হয়ে দাড়িয়ে ছিলেন পুলিশ কর্মকর্তা মাসুদ আলম Jul 06, 2025
img
এই অভিনেত্রীর প্রেমে পড়ে আর বিয়েই করেননি রতন টাটা Jul 06, 2025