দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর কাকরাইল মোড়ে সমাবেশস্থল থেকে তিনি এ ঘোষণা দেন।
৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করে ইশরাক হোসেন বলেন, ‘দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে; তবে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এই ৪৮ ঘণ্টা আন্দোলন স্থগিত থাকবে।’
তবে আবারও টালবাহানা করলে কাল সকাল থেকে ফের আন্দোলন শুরু করবেন বলেও হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন।
মেয়র হওয়ার হাইকোর্টের রায় নিয়ে তিনি বলেন, ‘আইনের শাসনের বিজয় হয়েছে।’ আর একদিনও কালক্ষেপণ না করে আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন তার সমর্থকরা। গতকাল কাকরাইল মোড়ে সেই আন্দোলনে যুক্ত হয়ে ইশরাক হোসেন দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। সে সময় তিনি ঘোষণা দেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আজ সকালে ইশরাক হোসেনকে শপথ পাড়ানোর নিষেধাজ্ঞা নিয়ে একটি রিট হাইকোর্ট খারিজ করলে, তার শপথ পড়ানোর বাধা দূর হয়। এর পর দুপুরে আন্দোলন ৪৮ ঘণ্টার জন্য স্থগিতের ঘোষণা দেন ইশরাক।
আরআর/টিএ