মহাবিপর্যয় হাত থেকে দেশকে রক্ষা করতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে মনে করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় এবং স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় জন-আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে না।
বৃহস্পতিবার (২২ মে) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি অন্তর্বর্তী সরকারের ব্যর্থ ও পক্ষপাতমূলক আচরণ দেখতে চায় না উল্লেখ করে প্রিন্স বলেন, সরকার যদি তার নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে না পরে তবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে।
দেশের পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক ও স্বাভাবিক নয় উল্লেখ করে তিনি বলেন, সরকারের একটি অংশ পরিকল্পিতভাবে অনৈক্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। জনবিচ্ছিন্ন কিছু দল জানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে তারা জয়লাভ করতে পারবে না। এজন্য তারা শুধু নির্বাচন বিলম্ব নয়, নির্বাচনকে অনিশ্চিত করতে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করার ষড়যন্ত্র করছে।
রাখাইনে মানবিক করিডরের নামে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করারও চেষ্টা চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, অন্তবর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা, দেশি-বিদেশি কিছু স্বার্থান্বেষী মহল এসব ষড়যন্ত্রে সহযোগিতা করছে। অন্তবর্তীকালীন সরকারের চরিত্র পাল্টে দীর্ঘমেয়াদি অনির্বাচিত সরকার কায়েমের গভীর চক্রান্তের কথা আকাশে বাতাসে শোনা যাচ্ছে।
ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা না করা হলে আন্দোলনের কোনও বিকল্প থাকবে না বলে মন্তব্য করেন প্রিন্স। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিলে লাখ-লাখ মানুষ নির্বাচনের দাবিতে ঢাকায় জমায়েত হবে।
মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন প্রমুখ।
এসএন