এখনও প্রতিহিংসার শিকার বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।মঙ্গলবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ভারতের যেমন প্রতিহিংসার রাজনীতি, আওয়ামী লীগের শাসনকালে যেমন প্রতিহিংসার রাজনীতি। এখনো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি সেই ছেলেটি ইঞ্জিনিয়ার ইশরাক।
কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসাবশত দেখবেন এর ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ, লুটপাট চূড়ান্ত করার লক্ষে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, কোর্টের আইন যদি না মানা হয় তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয়।
এমআর/টিএ