জনতার মেয়র হয়ে ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ইশরাকের

নিজেকে জনতার মেয়র হিসেবে বিবেচনা করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আসন্ন কোরবানির ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, উত্তর সিটি করপোরেশনের প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে তিনি সব ধরনের সহযোগিতা করবেন।


শুক্রবার (২৩ মে) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির এ সদস্য।

পোস্টে তিনি লেখেন, শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে। আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।

তিনি আরও লেখেন, দক্ষিণের সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে একটি জোনভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দেব। বিকেলের মধ্যে (১৬ ঘণ্টায়)! একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব। দক্ষিণ পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকব।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক পান দুই লাখ ৩৬ হাজার ভোট। ফলে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের ফলের গেজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। যদিও নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।

এরমধ্যে গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এ রায় পাওয়ার পর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এদিকে গেজেট প্রকাশের দিন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ ও ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।

গত ১৪ মে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ।

বৃহস্পতিবার (২২ মে) সকালে রিটটি খারিজ করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ। এদিন সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭ পৃষ্ঠার এ আদেশ প্রকাশ করা হয়। 

ফলে শপথ পড়াতে বাধা নেই বলে জানান ইশরাকের আইনজীবীরা। অপর দিকে রিটকারী আইনজীবী কাজী আকবর আলী বলেছেন আপিলের রায় না দেওয়া পর্যন্ত শপথ পড়ানো যাবে না।

এনিয়ে ফের আন্দোলন করে আসছে ইশরাকের পক্ষের নেতাকর্মীরা। তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শপথ পড়ানোর আল্টিমেটাম দিয়ে বৃহস্পতিবার কাকরাইলে অবরোধ করা সড়ক ছেড়ে যায়।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

দ্বিতীয় দিনে কান চলচিত্র উৎসবে কালো পোশাকে ঝলমলে ঐশ্বরিয়া May 23, 2025
img
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক May 23, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে বাগানে এসে থামল বিশাল জাহাজ May 23, 2025
img
ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি : সালাউদ্দিন May 23, 2025
img
মৃত্যুর আগে যেন এই জুলুমের শেষ দেখে যেতে পারি: শায়খ আহমাদুল্লাহ May 23, 2025
img
কক্সবাজারে মার্কিন সেনা: ‘প্রয়োজনে ব্যবস্থা নেব’ বলছে ভারত May 23, 2025
img
আমি হলে হাসনাতকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতাম: ইলিয়াস May 23, 2025
img
রানি মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর থেকেই ‘অসন্তুষ্ট’ আদিত্য চোপড়া! May 23, 2025
img
ফিল্ড মার্শাল নয়, ‘রাজা’ উপাধি দিলে ভালো হতো, সেনাপ্রধানের সমালোচনায় ইমরান খান May 23, 2025
img
জাতীয় সনদ ও নির্বাচন সংকট উত্তরণের পথ : রব May 23, 2025
img
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ ড্র করল বাংলাদেশ May 23, 2025
img
ঈদুল আযহার সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত May 23, 2025
img
জুলাই শহীদের কবর জিয়ারতে শিল্প উপদেষ্টা, খবর পেলেন না বাবা May 23, 2025
img
প্রধান উপদেষ্টাকে নিয়ে লেখা স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত: ফয়েজ তৈয়্যব May 23, 2025
img
আমি মোটা হয়েছি তো আপনাদের সমস্যা কী: ঐশ্বরিয়া রাই বচ্চন May 23, 2025
img
প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে দেওয়া ফেসবুক পোস্ট সরিয়ে নিলেন ফয়েজ তৈয়্যব May 23, 2025
img
সাত দিনে ১২১ বাংলাদেশিকে গ্রেফতারের দাবি দিল্লি পুলিশের May 23, 2025
img
মাঠে ফিরেই বিদায় নিলেন নেইমার May 23, 2025
img
ভূতের ছায়ায় বংগাই, গায়ে কাঁটা দেয়া কাহিনি! May 23, 2025
img
নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনল ইতালি May 23, 2025