সংসদ ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা সংসদে যাবেন, সংস্কার, পরিবর্তন, পরিবর্ধন ও সংরক্ষণ করা তাদের দায়িত্ব হবে—বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপি খুলনা বিভাগের সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে নতুনদের মাঝে প্রধান অতিথি বিএনপির সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “অনেক পরিবর্তন আছে, রিফর্ম আছে। এটা সংবিধানের উপর নির্ভর করে। সংবিধানের ধারা যেভাবেই লেখা থাকুক না কেন, সেটাকে আমাকে সংসদেই খণ্ডন করতে হবে। সুতরাং আবার নতুন করে নতুন শব্দ প্রতিস্থাপন করতে হবে, অনেক শব্দ প্রত্যাহার করতে হবে। এটিই তো সংস্কার।”
আরআর/টিএ