গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৭৬

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কর্তৃক চালানো বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৬ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে নিহতদের মধ্যে ৫০ জনই ছিলেন গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা।

এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, "আসল হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।"

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ৮২২ জন এবং ১ লাখ ২২ হাজার ৩৮২ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

’২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৩ হাজার ৬৭৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১০ হাজার ৩০০ জনেরও বেশি।

যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। সূত্র : আনাদোলু এজেন্সি, আলজাজিরা

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না : পরিকল্পনা উপদেষ্টা May 24, 2025
img
বাংলাদেশকে কোনোভাবেই সিকিম হতে দেওয়া যাবে না : আসাদুজ্জামান ফুয়াদ May 24, 2025
img
পিএসএলে ফিরেই বাজিমাত সাকিবের May 24, 2025
img
উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের সিদ্ধান্ত দুদকের May 24, 2025
img
সিগন্যাল দিলেই সবাই দেশে ঢুকে যাব: ইলিয়াস May 24, 2025
img
জার্মানিতে একাই হামলা চালিয়ে আহত ১৮, নারী গ্রেফতার May 24, 2025
img
দেশে চলমান সংকট সমাধানের উপায় জানালেন মঈন খান May 24, 2025
img
হুমকি দিয়ে কোনও বাণিজ্য চুক্তি নয়, যুক্তরাষ্ট্রকে ইইউ May 24, 2025
নদী নাকি সড়ক? বুঝার উপায় নেই! May 24, 2025
এক-এগারোর বন্দোবস্ত করার পাঁ'য়তারা চলছে, অ'ভি'যো'গ নাহিদ ইসলামের May 24, 2025
img
সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র May 24, 2025
দুদুর কথা নিয়ে তোলপাড়, ইনকিলাব মঞ্চে হাদির প্র'তিবাদ May 24, 2025
NEWS UPDATE May 24, 2025
NEWS UPDATE May 24, 2025
img
ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বাড়তি ফেরি-লঞ্চ May 24, 2025
যুক্তরাজ্যের 'দ্য টেলিগ্রাফর মালিকানা এবার যুক্তরাষ্ট্রের হাতে May 24, 2025
কেন বলিউড ছাড়লেন সুনীল কন্যা আথিয়া? May 24, 2025
সৌম্যকে মুক্তি দিয়ে যে রেকর্ড করতে চাননি সাকিব! May 24, 2025
img
টঙ্গীতে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২ May 24, 2025
img
গান-নাচে মোহামেডানের শিরোপা উদযাপন May 24, 2025