ড. ইউনূসের প্রতি বেইমানি সহ্য করবে না ছাত্র-জনতা: মেহরাব সিফাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বায়ক মেহরাব সিফাত বলেছেন, আমরা ২৪-এর ছাত্র-জনতা ড. ইউনূসের উপরে যে দায়িত্ব হস্তান্তর করেছি, তা পূরণ করতে সে প্রতিজ্ঞাবদ্ধ। তাও যদি বৈদেশিক চক্রের কোন ষড়যন্ত্রের কারণে ঘরোয়া কোন চাপের মধ্যে তাকে পদত্যাগ করানোও হয় ইতিহাসের পাতায় তা লেখা থাকবে। কিন্তু তার থেকেও সবচেয়ে বড় ইতিহাস আবার এই বাংলার মাটিতে তৈরি করতে ছাত্র-জনতা এবার একবারে বিপ্লবী সরকার গঠন করবে। ড. ইউনূসকে জোর করে কোন ধরনের চাপ সৃষ্টি করা হলে ছাত্র-জনতাকে সেই দায় নিতে হবে।

নতুন রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা গঠন করে নতুনের রাজত্ব কায়েম করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ দেশকে ছাড়বে ছাত্র-জনতা।

শুক্রবার (২৩ মে) রাত ১০ টার সময় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ২৪-এ রাজপথ রক্তে রঞ্জিত করা শহিদ ও আহত ছাত্র-জনতার আত্মা ড. ইউনূসের কাছে সমর্পণ করেছে এবং তাদের প্রতিজ্ঞাও ড. ইউনূসের কাছে আছে। সে যদি আমাদের জন্য নতুন বন্দোবস্ত, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার রোড ম্যাপ এবং বাস্তবায়নের প্রক্রিয়া শুরু না করে দিয়েই চলে যায়, তাহলে জুলাইয়ের প্রতি তার এই বেইমানি আমরা সহ্য করবো না।

মেহরাব সিফাত ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না, মনে করবেন না যে দায়িত্ব শেষ হয়ে গেছে। আমাদের অনেক বেশি সংগঠিত হওয়ার দরকার। যেহেতু ১৭ বছরের আওয়ামী জাহিলিয়াতির সময় একটি কেন্দ্রীয় ডাকে নিপীড়িত সকলে রাজপথে নেমেছিলেন। কিন্তু এবারের আন্দোলন ভাঙ্গা নয়, গড়ার আন্দোলন। এবারের আন্দোলনে আমাদের নতুন ব্যবস্থা গড়ে দেখাতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকল গোষ্ঠীকে একতাবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। আহত ও শহিদদের বিচার ব্যবস্থা এখনো শুরু হয় নাই। বিচারের আগ পর্যন্ত এই হত্যার প্রশ্নে, রক্তের প্রশ্নে ছাত্র-জনতা ও আওয়ামী লীগ ব্যতীত সকল দলকে একতাবদ্ধ থাকতে হবে। যাদের মধ্যে ফ্যাসিবাদী, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি, দোকানে দোকানে গিয়ে ডাকাতি-ছিনতাই ও মানুষকে জোর জবরদস্তি হুকুম দেওয়ার বৈশিষ্ট্য নাই সেই ফ্যাসিবাদ বিরোধী জনতাকে একত্রিত থাকতে হবে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বায়ক মেহরাব সিফাত আরও বলেন, নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে যেকোনো দলকে স্বাগতম। কিন্তু অবশ্যই ২৪ এর ছাত্র-জনতা ও আন্দোলনকে অস্বীকার করে কোন ধরনের রাজনৈতিক, কোন ধরনের বন্দোবস্ত করা চলবে না। যদি ঘোষণাপত্র করতে হয় তবে এটাই হবে নতুন ঘোষণাপত্র। সারাদেশে আন্দোলনকারীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্দোবস্ত করতে হবে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত জনগণ আছে প্রত্যেকটি জনগণকে সেই নতুন বন্দোবস্তের আওতায় আনতে হবে এবং আপামর ক্ষমতা থাকবে জনগণের কাছে, ক্ষমতার কাছে না।

এ আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) সদস্য আজগর শেখের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্য সচিব মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) রাজৈর উপজেলার সদস্য মহাসিন ফকির, জাবের হাওলাদার, রাজৈর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আফরান জামিসহ জেলা ও উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিসির বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার ৫৬ কোটি টাকার অবৈধ সম্পদ May 24, 2025
img
অন্ধকার জগতে পরিবর্তন আনতে চান পুরনো মুখ মিয়া খলিফা May 24, 2025
img
দেশের ১৮ অঞ্চলে ঝড়ের আভাস May 24, 2025
img
অস্ত্র রপ্তানি আরও বাড়াবে রাশিয়া, ঘোষণা পুতিনের May 24, 2025
img
বিয়ের পর ভাগ্য খুলে গেছে : মেহজাবীন May 24, 2025
img
সাবেক বিমানবাহিনীর প্রধান ও তার পরিবারের ৩৮ ব্যাংক হিসাব জব্দ May 24, 2025
img
বিনিয়োগকারীরা নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু May 24, 2025
ড. ইউনূসের পদত্যাগ ঘিরে গোপন বৈঠকে এনসিপি-বিএনপি-জামায়াত! May 24, 2025
২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সারজিসকে! May 24, 2025
img
নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক বেছে নিল ভারত May 24, 2025
img
ই-পাসপোর্টের সুবিধা দিতে মালদ্বীপ হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা May 24, 2025
img
অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করা ক্যু’র শামিল : আসাদুজ্জামান ফুয়াদ May 24, 2025
img
ফাইনালে লাহোর, উইকেট নিয়ে আইফোন জিতলেন রিশাদ May 24, 2025
img
‘ইন্ডাস্ট্রিতে নারীপ্রধান সিনেমাগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত’ May 24, 2025
img
মায়ানমারে সিমেন্ট নিয়ে যাওয়ার পথে আটক ৫ May 24, 2025
১/১১ 'র বন্দোবস্ত নিয়ে যা বললেন এনসিপি'র নাহিদ May 24, 2025
ইউনূসের ‘পদত্যাগ’ নিয়ে কি বলছে আন্তর্জাতিক মাধ্যম? May 24, 2025
img
ঘোষণাপত্র না হলে জুলাইয়ের আন্দোলনকারীদের ভারত ও আ. লীগ কচুকাটা করবে : শরিফ ওসমান হাদী May 24, 2025
img
খবরটা শুনে সারারাত কেঁদেছি : ইলিয়াস হোসেন May 24, 2025
img
পরিস্থিতি মোকাবিলায় ১০ পরামর্শ আইনজীবী শিশির মনিরের May 24, 2025