সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্ম এখনো পুরোপুরি জেঁকে বসেনি, তার আগেই দেশটির রাজধানী আবুধাবিতে তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার (২৪ মে) আল শোয়ামেখে এই তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্র।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরব আমিরাতের বাসিন্দারা এখন গ্রীষ্মের শুরুর সময়টা কাটাচ্ছেন। অন্য বছরের মতো এবারও এ সময়ে আকাশ মূলত পরিষ্কারই থাকছে, কোথাও কোথাও আছে মেঘের আনাগোনা, কিন্তু আর্দ্রতা বাড়ছে। আর্দ্রতার কারণে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে তীব্র গরম অনুভূত হচ্ছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বাতাস থাকলেও সূর্যের প্রখর তাপের কারণে তাতে স্বস্তি মিলছে না।
শুক্রবার দেশটির আবহাওয়া কেন্দ্র ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এক্সে লিখেছে, আজ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে আবু ধাবির আল শোয়োমেখে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
২০০৩ সাল থেকে রেকর্ড রাখা শুরু করার পর এটাই মে মাসের রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন এনসিএম প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা খালিজ টাইমস। এর আগে ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ২ ডিগ্রি উঠেছিল।
গত মাসে সংযুক্ত আরব আমিরাত তাদের সবচেয়ে উষ্ণ এপ্রিল পার করেছে। এ মাসে দেশটি গড় সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি। এর আগে ২০১৭ সালের এপ্রিলে দেশটিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এফপি/এসএন