দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় পৃথক সময়সূচিতে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সন্ধ্যা ৭টায় বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। উভয় দলের সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
এর আগে, দিনব্যাপী চলমান পরিস্থিতি পর্যালোচনায় উপদেষ্টা পরিষদ একটি বৈঠক করবে বলে জানা গেছে। একনেকের নিয়মিত বৈঠক শেষে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, গত ১৯ মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সেদিন থেকে দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। তিনি দাবি করেন, সরকারের অভ্যন্তরে কিছু উচ্চাভিলাষী ব্যক্তি ও আওয়ামী ঘনিষ্ঠ মহল বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে তুলে ধরছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে দলের আমির প্রধান উপদেষ্টার প্রতি সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানান।
এসএন