কিছু মানুষের গাদ্দারির কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি এস এম ফরহাদ।
তিনি বলেন, ঐক্য ধরে রাখার জন্য আমরা সবগুলো ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছি।
শনিবার (২৪ মে) বিকেল চারটায় ঢাবির সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে শিক্ষার্থীদের জন্য ঠান্ডা পানির মেশিন স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ঘোষণাপত্র না হলে জুলাইয়ের আন্দোলনকারীদের ভারত ও আ. লীগ কচুকাটা করবে
ঢাবির শিবির সভাপতি বলেন, আমরা এই তীব্র গরমে শিক্ষার্থীদের ঠান্ডা পানির চাহিদার কথা বিবেচনা করে ঢাবির প্রতিটি হলে কয়েকটি করে ঠান্ডা পানির মেশিন স্থাপনের প্রক্রিয়া শুরু করেছি। ইতোমধ্যেই আমরা বেশ কিছু হলে তা স্থাপন করেছি। অবশিষ্ট হলগুলোতে আজকের মধ্যে পৌঁছে যাবে।
তিনি বলেন, প্রত্যেকটা হলেই কয়েকটা ভবন রয়েছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ভবনে কমপক্ষে একটা করে ওয়াটার ডিসপেনসার স্থাপন করতে। এছাড়াও আইবিএ হোস্টেলসহ আরো কিছু হোস্টেল রয়েছে। সেগুলোতেও আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ওয়াটার ডিসপেনসার পৌঁছে যাবে।
ঢাবি শিবির সভাপতি জানান, মোট পনেরো লাখ টাকা ব্যয়ে ৬০টির অধিক ঠান্ডা পানির মেশিন স্থাপন করা হবে। পরবর্তীতে এগুলোর কোনও যন্ত্রাংশ নষ্ট হলে সেটা ঠিক করার ব্যয়ভারও শিবির বহন করবে।
ডাকসুর দাবিতে অনশনরতদের বিষয়ে শিবিরের অবস্থান কি এমন প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, তাদের অনশনের প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে। ইতোমধ্যেই আমাদের টিম গিয়ে তাদের সঙ্গে সংহতি জানিয়ে এসেছে। আমরা আশা করবো ঈদের ছুটির পূর্বেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর তফসিল ঘোষণা করবেন।
এসএন