অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নয়, বিএনপি নির্বাচনের রোডম্যাপ চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৪ মে) রাজধানীর কাকরাইলে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলা চত্বর : শহীদের রক্তে রাঙা অবিনাশী চেতনা’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এখনো চাই ন। আমরা শুধু তার কাছে নির্বাচনের একটি রোডম্যাপ প্রত্যাশা করি। কিন্তু তাকে ভুল বোঝানো হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয়, সার্বভৌমত্ব যেন বিঘ্ন না হয়, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যেন যেকোনো সিদ্ধান্ত নেওয়া হয়।’
তিনি আরো বলেন, শেখ হাসিনা একজন জঘন্য হত্যাকারী। মাদরাসা ছাত্রদের হত্যা করেছে, আকাশ থেকে গুলি করে নিরীহ নারী-শিশুকে হত্যা করেছে।
সব শহীদ হত্যার বিচার করতে আরো ট্রাইব্যুনাল গঠন করা হোক। এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার সরকারের বিচার করা হবেই।’
বিএনপি ক্ষমতায় এলে শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এসএম/টিএ