অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের বৈঠক শুরু হয়েছে।
শনিবার (২৪ মে) রাতে বিএনপির পর জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাত সাড়ে ৮টার পর এ বৈঠক শুরু হয়।
জামায়াতের আমির শফিকুর রহমান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
তার সঙ্গে রয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বৈঠকে যোগ দেওয়ার আগে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ‘দেশের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এসেছি।’
এর আগে রাত পৌনে ৮টায় খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
এসএম/টিএ