আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হলেও ইশরাক হোসেনকে শপথ না পড়ানোয় বিক্ষোভ সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা।
গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ করেন তারা।
‘সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ’ যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সবুর।
প্রধান অতিথি ছিলেন ‘আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স’-এর চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ ।
তিনি বলেন, “ইশরাককে মেয়র হিসেবে অধিষ্ঠিত করলে নগরবাসীর বিরাজমান সমস্যার সমাধানের পথ সুগম হবে। কিন্তু কোন কোন উপদেষ্টা এটা চাচ্ছেন না। আর এভাবে নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন।’’
এফপি/এসএন