প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ায় বাইরে বেরোনোই যেখানে চ্যালেঞ্জ, সেখানে শাড়ি পরার কথা ভাবাটাই অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সঠিক উপায় মেনে চললে এই গরমেও শাড়ি পরে আরাম পাওয়া সম্ভব। চলুন, জেনে নিই।
প্রখর রোদ আর অতিরিক্ত তাপমাত্রায় সিল্ক বা ভারী শাড়ি পরা একেবারেই এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
এর পরিবর্তে হালকা ও আরামদায়ক কাপড় যেমন সুতি, তাঁত, লিনেন কিংবা শিফনের শাড়ি বেছে নেওয়া উচিত। এসব কাপড়ের শাড়ি শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
শাড়ির সঙ্গে ব্লাউজ ও পেটিকোট ক্ষেত্রেও সতর্কতা জরুরি। ভারী কাপড়ের পরিবর্তে নরম সুতি কাপড়ের ব্লাউজ ও পেটিকোট পরিধান করাই ভালো।
গরমের এই সময়ে শাড়ি একটু ঢিলাভাবে পরার পরামর্শও দিচ্ছেন ফ্যাশন বিশেষজ্ঞরা। খুব বেশি টাইট ড্রেপিং না করে হালকাভাবে শাড়ি পরলে শরীরে হাওয়া চলাচল সহজ হয়, ফলে অস্বস্তি কমে।
অন্তর্বাস ও এক্সেসরিজের বেলায়ও হালকা রাখার পরামর্শ রয়েছে। এমন কিছু পরিধান করা ঠিক নয় যা শরীরে অস্বস্তি তৈরি করে।
গরমে ভারী মেকআপ ও গয়নার বদলে হালকা সাজ ও হালকা গয়না অনেক বেশি উপযোগী। সব মিলিয়ে, একটু সচেতনতা আর বুদ্ধিমত্তা প্রয়োগ করলেই তীব্র গরমেও শাড়িতে দেখা যাবে স্বস্তি আর স্টাইল, দুটোই।
এফপি/এসএন