৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি আরব

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের এক্সপোসহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির আগে দর্শনার্থীদের আকর্ষণ করার লক্ষ্যে সৌদি আরব ২০২৬ সালের মধ্যে ৬০০টি পর্যটন স্থানে দীর্ঘদিনের জন্য মদের নিষেধাজ্ঞা তুলে নেবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক ধাক্কায় 'অতি-রক্ষণশীল' দেশটি পাঁচ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসী-বান্ধব কম্পাউন্ডসহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার এবং সাইডার বিক্রির অনুমতি দেবে। তবে জনসাধারণ, বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে।

দ্য সানের প্রতিবেদন বলছে, এই নাটকীয় নীতিগত পরিবর্তন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের 'ভিশন ২০৩০'-এর অংশ। এর লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি করা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং এর 'টিটোটাল ভাবমূর্তি' ঝেড়ে ফেলা।

কর্মকর্তারা আশা করছেন, নিওম, সিন্দালাহ দ্বীপ এবং লোহিত সাগর প্রকল্পের মতো জমকালো এলাকায় নিয়ন্ত্রিত অ্যালকোহল বিক্রি দেশটিকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় সুবিধা দেবে — যেখানে পর্যটন অঞ্চলে মদ্যপান ইতোমধ্যেই বৈধ।

দ্য সানের প্রতিবেদন অনুসারে, লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলো কঠোরভাবে 'নিয়ন্ত্রিত ব্যবস্থার' অধীনে পরিচালিত হবে। প্রশিক্ষিত কর্মী এবং অপব্যবহার রোধ ও দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য কঠোর নিয়ম থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লক্ষ্য হলো - সাংস্কৃতিক পরিচয় না হারিয়ে বিশ্বকে স্বাগত জানানো। বিশ্ব পর্যটন মানচিত্রে সৌদি আরবকে একটি প্রগতিশীল, অথচ সম্মানজনক খেলোয়াড় হিসেবে স্থান দেওয়া।

প্রতিবেদন অনুসারে, এই পরিকল্পনাটি ২০২৬ সালে কার্যকর হওয়ার কথা রয়েছে - বিশ্বকাপ শুরু হওয়ার আট বছর আগে। দেশের ভাবমূর্তি আধুনিকীকরণের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই সিদ্ধান্ত এসেছে।

দ্য সানের প্রতিবেদন আরও বলছে, চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঘোষণা করেছিলেন, ২০৩৪ বিশ্বকাপে মদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে। এরপর এটি ইংল্যান্ডের ফুটবল ভক্তদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

সৌদির উপ প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ গত ফেব্রুয়ারিতে এলবিসি রেডিওকে বলেছিলেন, 'এখানে কোনো অ্যালকোহল নেই, বরং আমাদের আবহাওয়ার মতো, এটি একটি শুষ্ক দেশ। প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা আমাদের সংস্কৃতির সীমানার মধ্যে থাকা মানুষকে আপন করে নিতে পেরে খুশি, কিন্তু আমরা অন্য কারও জন্য আমাদের সংস্কৃতি পরিবর্তন করতে চাই না। এটি কোনো সৌদি অনুষ্ঠান নয়, এটি একটি 'বিশ্ব অনুষ্ঠান' এবং অনেকাংশে যারা আসতে চান তাদের আমরা স্বাগত জানাব।'

এরপর বিষয়টি পশ্চিমা মহলে ক্ষোভের জন্ম দেয়। দ্য সান অনুসারে, কিন্তু এখন সৌদি অভ্যন্তরীণ ব্যক্তিরা আশা করছেন, নতুন মদ নীতি সমালোচকদের মুখ বন্ধ করে দেবে এবং দেখাবে যে, দেশটি 'পার্টি করতে প্রস্তুত', তবে সীমাবদ্ধতার মধ্যে।
সূত্র দ্য সানকে জানায়, এই মডেলটি দুবাই এবং মানামায় সফল 'অ্যালকোহল প্রচারণা' থেকে অনুপ্রাণিত। যেখানে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে, ফলে ঐতিহ্যকে নষ্ট না করে পর্যটন এবং ব্যবসাকে বাড়িয়ে তুলেছে।

সৌদি জোর দিয়ে বলছে, কেউ আইনের অপব্যবহার করলে, ধরা পড়লে তাকে দ্রুত পরিণতির মুখোমুখি হতে হবে।

দ্য সান বলছে, একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'বিক্রয় কেবলমাত্র নিয়ন্ত্রিত পরিবেশে হবে, লাইসেন্সপ্রাপ্ত পরিষেবাকর্মী এবং স্পষ্ট পরিচালনামূলক নিয়মাবলী নিশ্চিত করার জন্য, যাতে অ্যালকোহল দায়িত্বশীলতা এবং সম্মানের সাথে পরিচালনা করা হয়।' আরও জানানো হয়, ২০% এর বেশি 'ABV' স্পিরিট এবং হার্ড লিকার নিষিদ্ধ থাকবে। দোকান, টেকওয়ে বা হোম ব্রুয়িং থাকবে না।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে : সিইসি Nov 19, 2025
img
মালয়েশিয়ার ১০ শর্তের মধ্যে কয়েকটিতে শক্ত আপত্তি জানিয়েছে সরকার : আসিফ নজরুল Nov 19, 2025
ইসির উদ্ভাবনী ধারণাই আত্মবিশ্বাসের জায়গা গড়ে: হামিদুর রহমান আজাদ Nov 19, 2025
img
তারেক রহমানের ছবি নিয়ে আপত্তি ‘ব্যক্তিগত নয়’, ব্যাখ্যা এনসিপির Nov 19, 2025
নতুন বিজ্ঞাপনে শাকিব খান Nov 19, 2025
জিরো টলারেন্স’ নীতি নিয়ে যে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী Nov 19, 2025
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের Nov 19, 2025
এনসিপির আহ্বান! নির্বাচনী পোস্টারে তারেক রহমানের ছবি নয় Nov 19, 2025
গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর সিদ্ধান্তের প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা Nov 19, 2025
img
ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গী রোনালদো Nov 19, 2025
img
মুশফিক ভাই বলেই সেঞ্চুরি নিয়ে কোনো সংশয় নেই: মুমিনুল Nov 19, 2025
প্রবাসীদের জন্য নতুন প্লাটফর্ম চালু নিয়ে যা বললেন আসিফ নজরুল Nov 19, 2025
৩০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তির ঘোষণা জামায়াত প্রার্থীর Nov 19, 2025
ইসি আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনে শিশির মনিরের প্রশ্ন Nov 19, 2025
img
কাফনের কাপড় পরে বিএনপির প্রার্থী বদলের দাবি Nov 19, 2025
প্রবাসী ভোট ও ভুয়া তথ্য নিয়ে নির্বাচন কমিশনে তাসনিম জারার বক্তব্য Nov 19, 2025
img
এবার বড় পর্দায় জুটি বাঁধছেন রিচি সোলায়মান-বর্ষণ Nov 19, 2025
img
টি-টেনে সাইফের ব্যয়বহুল বোলিং Nov 19, 2025
img
ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক Nov 19, 2025
img
পল্লবীতে 'পাতা' সোহেলের নির্দেশে যুবদল নেতাকে হত্যা, গ্রেফতার ২ জন Nov 19, 2025