জুলাই ঘোষণাপত্র আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘শিগগিরই জুলাই ঘোষণাপত্র, আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা, সরকারকে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম ও নির্বাচনী রোডম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা মুজিববাদী সংবিধান চাই না। এটি সংস্কার করে অবিলম্বে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়, এমন সংবিধান বাস্তবায়ন চাই।
সাম্য ও ন্যায্যতার বাংলাদেশ চাই, যেখানে নাগরিকের কাছে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে।’
তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক নাম দিয়ে ধর্মহীনতার বাংলাদেশ পরিচালনার চেষ্টা করা হয়েছে। আমরা চাই পরিবর্তিত বাংলাদেশ হবে সাম্প্রতিক সম্প্রীতির বাংলাদেশ। এখানে সবাই মিলেমিশে বসবাস করব।
এনসিপির এই নেতা বলেন, ‘এনসিপি নির্বাচনের বিপক্ষে নয়। কিন্তু জুলাই-আগস্টে যারা গুম, খুন ও নির্যাতন করেছে তাদের (আওয়ামী লীগের) বিচার আগে হতে হবে। তারপর নির্বাচন দিতে হবে।’
পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন, আজিজুর রহমান রিজভী ও কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিক প্রমুখ।
টিএ/