নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চেয়েছে সাকা চৌধুরীর এনডিপি
মোজো ডেস্ক 03:57AM, May 26, 2025
নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চেয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
রোববার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান দলটির চেয়ারম্যান মো. আবু তাহের। এ সময় তিনি বলেন, ‘অতীতে আমাদের দলের নিবন্ধনের আবেদন স্বৈরাচার সরকার যেসব কারণে দেয়নি সেগুলো নিয়ে আমরা সিইসির সঙ্গে আলোচনা করেছি। মূলত সালাহউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকার কারণেই আমাদের নিবন্ধন দেওয়া হয়নি।
যদিও নির্বাচন কমিশনের সব শর্ত আমরা পূরণ করেছিলাম। তার পরও আমাদের নিবন্ধন দেওয়া হয়নি।’ তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে আমাদের সব নেতাকর্মী সড়কে ছিলেন, আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলেন। এই বিষয়গুলো আমরা ইসিকে জানিয়েছি।
আমরা চাচ্ছি, এনডিপি যেহেতু একটি জাতীয় গণতান্ত্রিক দল, সেহেতু রাজনৈতিক দল হিসেবে আমাদের নিবন্ধন দেওয়া হোক।’