ট্রাম্প-কানাডা উত্তেজনার মধ্যেই কানাডা সফরে যাচ্ছেন ব্রিটিশ রাজা চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ২৬-২৭ মে কানাডা সফরে যাচ্ছেন। এই সফর এমন একটা সময়ে হচ্ছে, যখন কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব দিয়েছেন এবং কানাডিয়ান পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। 

৭৬ বছর বয়সী এই রাজা ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায়ও কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তার এই ভাষণের মাধ্যমে কানাডার নতুন সংসদের সূচনা হবে এবং সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে।

তবে কানাডাকে ‘৫১তম মার্কিন অঙ্গরাজ্য’ বানানোর বিষয়ে ট্রাম্পের মন্তব্যে কিছু বলেননি ব্রিটিশ রাজা চার্লস। কমনওয়েলথের অংশ হিসেবে তিনি কানাডারও রাষ্ট্রপ্রধান। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট রাজপরিবারের শুভাকাঙ্ক্ষী হিসেবেই পরিচিত।

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এক বছর লড়াই করা রাজা চার্লস কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কারনির আমন্ত্রণে ২৭ মে কানাডার পার্লামেন্ট অধিবেশন শুরুর দিনে ‘থ্রোন স্পিচ’ (সিংহাসনের ভাষণ) দিতে সম্মত হয়েছেন। এই ভাষণে নতুন মধ্য-বামপন্থী সরকারের অগ্রাধিকারের দিকনির্দেশনাগুলো তুলে ধরা হবে। চার্লসের সফরসঙ্গী হিসেবে থাকবেন রানি ক্যামেলিয়া।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ব্রিটিশ রাজা ও রানি এই সফর নিয়ে খুবই আশাবাদী। যদিও এটি সংক্ষিপ্ত, তবে আমরা আশা করছি তা হবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।’

অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজা চার্লসের ভাষণ ‘কানাডাকে শক্তিশালী করে তোলার সরকারের পরিকল্পনার রূপরেখা তুলে ধরবে’।

তিনি আরো বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সম্মান, যা আমাদের সময়ের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

সাধারণত এই ভাষণ পাঠ করেন গভর্নর জেনারেল, যিনি কানাডায় ব্রিটিশ রাজার প্রতিনিধিত্ব করেন। সর্বশেষ ১৯৭৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ নিজে কানাডায় এই ভাষণ দেন।

রাজা চার্লসের এটি ২০তম কানাডা সফর, তবে সিংহাসনে আরোহণের পর প্রথম। রানি ক্যামেলিয়ার ষষ্ঠ সফর এটি, তবে রানি হিসেবে তিনিও যাচ্ছেন প্রথমবার।

সোমবার দুপুরে অটোয়ার ল্যান্সডাউন পার্কে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সফর শুরু হবে, যেখানে কানাডার বহুজাতিক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হবে। পরবর্তী সময়ে রাজা চার্লস প্রধানমন্ত্রী কারনি ও গভর্নর জেনারেল মেরি সাইমনের সঙ্গে বৈঠক করবেন।

গভর্নর জেনারেলের সরকারি বাসভবনে রিদু হলে রাজা চার্লস একটি গাছ রোপণ করবেন এবং কানাডার ১০টি প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর ও আঞ্চলিক কমিশনারদের সঙ্গে সংক্ষিপ্ত এক সংবর্ধনায় অংশ নেবেন। আগামী ২৭ মে, পূর্ণ সামরিক গার্ড অব অনারসহ রাজা ও রানি ২৮টি ঘোড়ায় টানা রথে চড়ে সিনেটে পৌঁছবেন এবং বাংলাদেশ সময় রাত ৯টায় ‘থ্রোন স্পিচ’ দেবেন।

সফরের শেষ দিনে রাজা চার্লস অজানা সৈনিকের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত রাজা চার্লস বর্তমানে সাপ্তাহিক চিকিৎসা নিচ্ছেন, আর সে জন্য সফরের সময় একজন কানাডীয় চিকিৎসক বরাদ্দ রাখা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী কারনি গত এপ্রিলের শেষ দিকে দায়িত্ব নেন। নির্বাচনী প্রচারে তিনি কানাডার সার্বভৌমত্ব রক্ষাকে মূল অঙ্গীকার হিসেবে তুলে ধরেন।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
দরিদ্রদের দিকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিত জুবিন: জিৎ গাঙ্গুলী Nov 19, 2025
img
জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল: প্রধান উপদেষ্টা Nov 19, 2025
img
শুভকামনা ‘বান্টু দা’ বলে মুশফিককে শুভেচ্ছা বার্তা দিলেন মাশরাফি Nov 19, 2025
img
একদিকে রায় অন্যদিকে মবক্রেসি, কিসের আলামত জানি না: মির্জা ফখরুল Nov 19, 2025
img
গণতন্ত্র ছাড়া দেশের কোনো ভবিষ্যৎ নেই, সতর্ক করলেন মির্জা ফখরুল Nov 19, 2025
img
অবৈধ মোবাইল ফোন বন্ধ হওয়া নিয়ে ফয়েজ তৈয়্যবের বার্তা Nov 19, 2025
img
এবার ভারত সফরে আফগান বাণিজ্যমন্ত্রী Nov 19, 2025
img
আসুন সবাই মিলে মিশে কাজ করি: জয়নুল আবদিন Nov 19, 2025
img

জুলাই গণহত্যা

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক রূপে স্বীকৃতি দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ Nov 19, 2025
img
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 19, 2025
img
‘ধুরন্ধর’ এর ট্রেলারে রণবীর সিংয়ের অগ্নিমূর্তি চমকে দিল দর্শকদের Nov 19, 2025
img
তামান্নাকে ভুলে ফাতিমাকে মন দিয়েছেন বিজয়! Nov 19, 2025
img
অভিনেত্রীর ছদ্মবেশে হয়রানি, ক্ষুব্ধ ‘দৃশ্যম’ অভিনেত্রী শ্রিয়া Nov 19, 2025
img
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ Nov 19, 2025
img
ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হারালে আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে : ধর্ম উপদেষ্টা Nov 19, 2025
img
ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো Nov 19, 2025
img
চানখারপুলে ছয় হত্যায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, জেরা ২৩ নভেম্বর Nov 19, 2025
img
তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র মুক্তি পাবে আগামীকাল Nov 19, 2025
img
শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিল: রাশেদ প্রধান Nov 19, 2025
img
নাসিরুদ্দিনের বক্তব্যে খারাপ লেগেছিল ফারহানের Nov 19, 2025