নাটোরে সহপাঠীকে হত্যায় ৩ শিশু দণ্ডিত

সহপাঠীকে অপহরণ ও হত্যার দায়ে তিন শিশুকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত। দণ্ডিত তিন শিশু নাটোরের আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মাইনুল হক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তিন শিশুর মধ্যে দু’জনকে হত্যার দায়ে ১০ বছর করে, মুক্তিপণ দাবির জন্য ৫ বছর করে ও লাশ গুম করার দায়ে ৩ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। অপরজনকে মুক্তিপণ দাবির জন্য ৫ বছর ও লাশ গুম করার দায়ে ৩ বছর আটকাদেশ দেয়া হয়।

এদের মধ্যে প্রথম দু’জন বর্তমানে প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরজন এখনও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। প্রাপ্তবয়স্ক হলে তাকে কারাগারে পাঠানো হবে।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি শাহজাহান কবীর এই তথ্য জানান।

তিনি বলেন, এই তিন মাদ্রাসাছাত্র একই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির অপর এক ছাত্রকে অপহরণ করে ২০১৫ সালের ২৫ অগাস্ট।

এরপর তারা ওই শিশুর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে তারা শিশুটিকে হত্যা করে মাদ্রাসার শৌচাগারের ট্যাংকে ফেলে দেয়।

ছয়দিন পর র‌্যাব লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই বছর ১ সেপ্টেম্বর মামলা হয়।

কৌঁসুলি আরও জানান, মামলার অভিযুক্তরা ও নিহত শিশু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আইনে করা হয়েছে। তাদের দণ্ডও দেয়া হয়েছে শিশু আইনে।


টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার Apr 30, 2024
img
উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব নয়: ইসি আলমগীর Apr 30, 2024
img
৭ মে পর্যন্ত হজ ভিসা আবেদনের সময় বাড়ল Apr 30, 2024
img
আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, ২ মে পর্যন্ত স্কুল-মাদরাসার ছুটি বহাল Apr 30, 2024
img
উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ Apr 30, 2024
img
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর Apr 30, 2024
img
এক সপ্তাহে হিটস্ট্রোকে ১০ জনের মৃত্যু, ৮ জনই পুরুষ Apr 30, 2024
img
জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, আইনজীবীকে আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা Apr 30, 2024
img
সকালে খালি পেটে পানি পানের ৯ সুফল Apr 30, 2024
img
যেসব জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ থাকবে আজ Apr 30, 2024