ইশরাককে মেয়র হিসেবে আজই শপথ পড়াতে আইনি নোটিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যেই শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২৬ মে) ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ নোটিশ পাঠিয়েছেন।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এ আবেদন করেছেন।

সোমবার চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা।

গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

২২ মে হাইকোর্টের আদেশের পর ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গড়িমসি না করে এখন সরকারের দায়িত্ব ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করা। হাইকোর্টের আদেশের পরও শপথ না পড়ালে সেটা হবে আদালত অবমাননা। আমরা আশা করি সরকার কোন ধরণের কালক্ষেপণ না করে ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবে।

আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। একইসঙ্গে এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হয়।
গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী।

 ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে হামলায় অভিযুক্তের সঙ্গে শিবিরের সম্পর্ক অস্বীকার, দোষীদের শাস্তির দাবি May 29, 2025
img
আর নেই রাজেশ, ভেঙে পড়েছেন বন্ধু রজনীকান্ত May 29, 2025
img
এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টেও বাংলাদেশের গ্রুপে সিঙ্গাপুর May 29, 2025
img
আমি কোনো রাজনীতিবিদ না, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই : ইউনুস May 29, 2025
img
দ্বৈত চরিত্রে তটিনী, আইটেম গানে ফিরলেন টয়া May 29, 2025
img
পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ স্থাপনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের May 29, 2025
img
বিসিবির অন্তর্বর্তী সভাপতি হচ্ছেন বুলবুল! May 29, 2025
img
আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছে দেশের ক্রিকেট! May 29, 2025
img
রোববার ৫ উপদেষ্টাকে স্মারকলিপি দেবে সচিবালয় কর্মীরা May 29, 2025
img
আসছে ঘূর্ণিঝড় 'শক্তি', সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত May 29, 2025
img
স্লোভেনিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ May 29, 2025
‘যে ৩ সেবায় সুফল পাচ্ছে হজ যাত্রীরা’ May 29, 2025
অন্তর্বর্তী সরকার ও এনসিপি'কে নিয়ে ববি'র খোলামেলা মন্তব্য May 29, 2025
নকল পন্য বিক্রেতাদের সতর্ক করলেন ভোক্তা কর্মকর্তা May 29, 2025
সুব্রত বাইনের কাছ থেকে ‘স্যাটেলাইট ফোন’ উদ্ধার May 29, 2025
img
নতুন টাকার ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক, ১ জুন থেকে আসছে নতুন ডিজাইন May 29, 2025
img
মগবাজারে ছিনতাই : ভাইরাল ভিডিও দেখে গ্রেফতার ৩ May 29, 2025
৬ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌহুঁ'শিয়ারি সংকেত May 29, 2025
img
বলিউড থেকে দক্ষিণী সিনেমায় পা রাখছেন হৃতিক May 29, 2025
img
সংলাপ নয় মবতন্ত্রই বর্তমানে অধিক সক্রিয় : জিল্লুর রহমান May 29, 2025