জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দেশের রাজনৈতিক ভাষা ও সংস্কৃতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “আমরা স্পষ্ট করে একটা কথা বলি—যেই ভাষায় আপনাদের ওপর এতদিন ধরে জুলুম করা হয়েছে, সেই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন, তাহলে জনগণ আপনাদের ছুঁড়ে ফেলবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে বড় বড় অফিস রয়েছে, যার একটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন। অথচ গত ১৬ বছর ধরে সেটিই ছিল দুর্নীতির আখড়া। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে। আমরা বিগত ১৬ বছরের রাজনৈতিক কালচার দেখেছি—এই খুনি হাসিনা থেকে শুরু করে তার দোসররা অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছোট করে কথা বলেছে, খারাপ ভাষা ব্যবহার করেছে।”
সারজিস আলম অভিযোগ করে বলেন, “দুঃখের বিষয় হচ্ছে, এখন আমরা কিছু রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরও একই ভাষায় কথা বলতে দেখছি। আমরা আবারও বলছি—যেই ভাষায় আপনাদের ওপর জুলুম হয়েছে, সেই ভাষার চর্চা যদি আপনারা করেন, জনগণ আপনাদের ছুঁড়ে ফেলবে।”
তিনি বলেন, “আপনারা যদি আবার সেই কালচার সেট করতে চান, তাহলে ভবিষ্যতে অন্য কারো দ্বারা আপনাদেরই সেই কালচারের শিকার হতে হবে। তবে এই তরুণ প্রজন্ম সেই পুরোনো সংস্কৃতি আর প্রতিষ্ঠা হতে দেবে না।”
শেষে তিনি বলেন, “কথা বলার সময় সাবধানে বলবেন। আপনার ভাষাই ঠিক করবে আপনি আমাদের মুরুব্বি হবেন কিনা, আপনি আমাদের কাছ থেকে সম্মান পাবেন কিনা।”
আরআর/এসএন