সাপ্তাহিক নিয়মিত বৈঠকের অংশ হিসেবে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বৈঠকে উপস্থিত আছেন- স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. জাহিদ হোসেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলছে।
বিএনপির সূত্রগুলো বলছেন, বৈঠক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিষয়, ইশরাক হোসেনের মেয়র পদে শপথ নেওয়ার নিয়ে সৃষ্ট জটিলতাসহ নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এমআর/টিএ