বর্তমানে বাংলাদেশে একাধিক শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সময় বিবেচনায় বাংলাদেশে একাধিক শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন। কারণ, বাংলাদেশে যখন একাধিক রাজনৈতিক শক্তিশালী দল থাকবে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা শুরু হবে। যখন আমরা দীর্ঘদিন ধরে দেখি (কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে) এক থেকে দুটি শক্তিশালী রাজনৈতিক তখন জণগণের হাতে অপশন কম থাকে। একবার একদল আর একবার যদি ভালো না লাগে আরেক দলকে ভোট দেয়। ঘুরে ফিরে দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এ পরিস্থিতি থেকে বাংলাদেশকে বের হতে হবে।

সোমবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক, সাদিয়া ফারজানা দিনা আবু সাঈদ লিওন, আলী নাছের খান, আসাদুল্লাহ আল গালিবসহ নীলফামারী জেলার এনসিপি নেতৃবৃন্দ।

এনসিপি নেতা সারজিস বলেন, ‘আমরা এতদিন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নমিনেশন কেনার কালচার দেখেছি। আমরা মার্কা নিয়ে জিতে যাওয়ার কালচার দেখেছি। কোনো একটি ব্যক্তি যখন ক্ষমতাসীন দলের মার্কা পায়, অন্যরা তাকে জোর-জবরদস্তি করে জিতিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালায়। এটি আর হতে দেয়া যাবে না। নতুন দল এনসিপি এসেছে। দেশের মানুষের ভাগ্য উন্নয়ন আমরা কাজ করতে চাই। জনসংযোগ করছি জেলা উপজেলা পর্যায়ে। কারণ আমরা আগামী নির্বাচনে আমাদের ইসতেহার প্রকাশ করবো দেশের জনগণের চাওয়া-পাওয়ার ওপর।’

সারজিস আলম অভিযোগ তুলে বলেন, ‘নীলফামারীতে চাঁদাবাজি বন্ধ হয়নি। পালিয়ে যাওয়া দলটির লোকজন একসময় চাঁদাবাজি করতো। তাহলে এখন কে চাঁদাবাজি করছে? খুব স্পষ্ট করে বলতে চাই, যারাই চাঁদাবাজি করবে তাদের ধরিয়ে দিন। চাঁদা দেয়া বন্ধ করুন। অটো থেকে বাস, ট্রাক টার্মিনাল দখল হয়েছে নতুনভাবে। এদের প্রতিহত করতে হবে। আমরা আমাদের বাংলাদেশে এই নোংরা কালচার আর দেখতে চাইনা। আমরা দেখেছি থানার অনেক পুলিশ টাকা ছাড়া কাজ করে না, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ চলে না। আমরা দেখেছি, হাসপাতালগুলোতে জণগণ তাদের যে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তা পায় না।’

তিনি আরও বলেন, ‘আমরা সকাল থেকে ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরীগঞ্জ উপজেলায় জনসংযোগ করেছি। প্রতি সড়কে একহাঁটু করে কাদায় ভরা। গুরুত্বপূর্ণ শহরে রাস্তাগুলোর কী বেহালদশা! বিগত ১৬ বছরে আপনাদের নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের রাস্তার এ অবস্থা দেখে বোঝা যায় উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে।’

সারজিস আলম আরও বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, আমরা স্থানীয় নির্বাচন আগে চাই। কারণ কোনো একটা সরকারে মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে তারা তাদের প্রার্থীদের জেতানোর জন্য সর্বস্ব চেষ্টা করে। কিন্তু এখন যদি হয় তাহলে যোগ্য মানুষ নির্বাচিত হবে, অন্য কেউ এতো সহজে প্রভাব দেখানোর সুযোগ পাবে না। আমরা বলেছি, নির্বাচনটা আগে হবে, হোক কোনো সমস্যা নেই, অন্তর্বর্তীকালীন সরকার যখন দেয় তখনি হোক কিন্তু, এতগুলো খুন যে খুনি করেছে সেই খুনির বিচার হতে হবে। ৫ আগস্টে মানুষ যে সংস্কারগুলোর স্বপ্ন দেখেছে সেই সংস্কারগুলো হতে হবে।’

এফপি

Share this news on:

সর্বশেষ

img
আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারভিন: ইমরান হাসমি Jul 03, 2025
img
তরুণদের সুপারহিরো না হওয়ার উপদেশ ব্র্যাড পিটের Jul 03, 2025
img
ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেম, উলামা ও পীরদের আদর্শ হলো সেটা বুঝে আসে না : প্রিন্স Jul 03, 2025
img
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু Jul 03, 2025
img
পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শার্লিজের Jul 03, 2025
পঞ্চগড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে যা বললেন নাহিদ Jul 03, 2025
ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডে জড়িত ৩ জনের যাবজ্জীবন,৪ জন খালাস Jul 03, 2025
ভ্রমণ নিষেধাজ্ঞায় স্তব্ধ দেশের আন্তর্জাতিক পর্যটন! Jul 03, 2025
স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়েই পরকীয়ায় জড়ালেন স্বামী! Jul 03, 2025
উত্তরসূরি নির্বাচনের ঘোষণা দালাই লামার, বাগড়া দিলো চীন Jul 03, 2025
‘একটা সংলাপও ঠিকমতো বলতে পারো না’ ছেলেকে অমিতাভের খোঁচা Jul 03, 2025
img
সংসদে হিম্মত নিয়ে কথা বলার মতো নেতা আমাদের নেই : ফারুক হাসান Jul 03, 2025
img
ইউক্রেনের হামলায় নিহত রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান Jul 03, 2025
img
‘গরুর মাংস খান রণবীর’, ভারতজুড়ে বি-র্ত-ক Jul 03, 2025
img
জায়েদ খানের সঙ্গে আসছেন অভিনেত্রী তানজিন তিশা Jul 03, 2025
img
এডিট করে দে সমস্যা নাই, কিন্তু জাতের কারও ছবি দে: শবনম ফারিয়া Jul 03, 2025
img
কঙ্গনার অভিযোগ, নগ্ন ছবি চাইতেন হৃতিক Jul 03, 2025
img
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে সরে দাঁড়ালেন মম Jul 03, 2025
img
২ এপ্রিলকে অটিজম সচেতনতা দিবস করার সিদ্ধান্ত Jul 03, 2025
img
বাংকার ধ্বংসে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে ভারত Jul 03, 2025