আজ কানাডার পার্লামেন্টে রাজা চার্লসের ভাষণ, ট্রাম্পবিরোধী বার্তা দেওয়ার সম্ভাবনা

আজ মঙ্গলবার (২৭ মে) কানাডার পার্লামেন্টে রাজা তৃতীয় চার্লস একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির বিরোধ ইস্যুতে কানাডার প্রতি সমর্থন জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। রাজা ও রানি ক্যামিলা অটোয়ায় পৌঁছলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, এই রাজকীয় দম্পতির রাজত্ব শুরুর পর এটাই তাদের প্রথম কানাডা সফর।

কানাডায় পৌঁছনোর পর পরই দেশটির রাষ্ট্রপ্রধান রাজা সম্প্রতি ট্রাম্পবিরোধী জনমতের জোয়ারে নির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে একটি বৈঠক করেন। কার্নি এমন ‘ঐতিহাসিক বন্ধনের’ প্রশংসা করেন, যা ‘আমাদের সাংবিধানিক রাজতন্ত্রের শক্তি’সহ কানাডার স্বাধীন পরিচয় তৈরি করে।

তিনি উল্লেখ করেন, ‘সংকট কেবল শক্তিশালী করে’।

সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভের পর সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে কার্নি রাজাকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান, যেখানে ট্রাম্পের কাছ থেকে কানাডার সার্বভৌমত্বের প্রতি হুমকির বিষয়টি প্রাধান্য পায়।

প্রায় ৫০ বছরের মধ্যে এটিই হবে প্রথমবারের মতো একজন রাজার ‘সিংহাসন থেকে ভাষণ’, যেখানে রাজার অটোয়ার পার্লামেন্টে আসার সিদ্ধান্তকে কানাডার প্রতি সমর্থনের প্রতীকী নিদর্শন হিসেবে দেখা হবে।

কানাডা সরকারের পরামর্শে রাজার ভাষণ লেখা হবে, আশা করা হচ্ছে এটি একটি স্পষ্ট, কূটনৈতিক বার্তা দেবে যে দেশটি যুক্তরাষ্ট্রের কাছে ‘বিক্রয়ের জন্য নয়’।

কার্নি আগেই বলেছিলেন, ফরাসি ও ইংরেজিতে প্রদত্ত ভাষণটি ‘আমাদের সময়ের গুরুত্বের সঙ্গে’ মিলবে।

সোমবার বিকেলে রাজা ও কার্নি কানাডার গভর্নর-জেনারেলের বাসভবন রিডো হলে একটি বৈঠক করেন, যেখানে উভয়ই কানাডীয় পতাকার সামনে বসে ছিলেন। এ ছাড়া কানাডার আদিবাসী ও ফার্স্ট নেশনস গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক হয়েছিল, যার মধ্যে অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশনসের জাতীয় প্রধান সিন্ডি উডহাউসও ছিলেন।

অটোয়ার রোদে বেশ আরামদায়ক পরিবেশেই রাজা একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন।

উৎসুক দর্শকরা তাকে অভ্যর্থনা জানান, তারা উল্লাস প্রকাশ করেন এবং রাজার সঙ্গে করমর্দনের জন্য ভিড় জমান।

অন্টারিওর মিসিসাগা থেকে আসা তেরেসা ম্যাকনাইট বলেন, ‘কানাডা হুমকি ও ভয় অনুভব করছে। তার এখানে আসা খুবই গুরুত্বপূর্ণ।’ তার বোন ডায়ান সেন্ট লুইস, যিনি টরন্টোর কাছে বসবাস করেন, একমত পোষণ করে বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডীয়দের পাশে রাজার দাঁড়ানো অনেক গুরুত্বপূর্ণ।

কানাডার মাটিতে রাজার প্রায় ২৪ ঘন্টার এই সফরের জন্য অটোয়া বিমানবন্দরেও তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। রাজকীয় অতিথিদের সঙ্গে দেখা করার জন্য কার্নি রানওয়েতে ছিলেন, যেখানে ইংরেজি ও ফরাসি ভাষাভাষী স্কুলের শিক্ষার্থী ও ফার্স্ট নেশনস সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

একটি কমিউনিটি অনুষ্ঠানে কানাডীয় মুহূর্ত সৃষ্টির একটি তালিকাও ছিল, যেমন রাজার স্ট্রিট হকি খেলা শুরুর জন্য একটি পাক (খেলায় ব্যবহারের ডিস্ক) ফেলে দেওয়া ও ম্যাপেল সিরাপের জার নেওয়া।

তবে এই ভ্রমণের মূল লক্ষ্য হবে রাজার মঙ্গলবারের ঐতিহাসিক ভাষণ, যেখানে যুক্তরাষ্ট্রের ৫১তম রাষ্ট্র হওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে কানাডীয় সরকারের বার্তা প্রদানের সম্ভাবনা রয়েছে।

এটি একটি কূটনৈতিক ভারসাম্য রক্ষার কার্যক্রমও বটে, কারণ যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টার অংশ ছিলেন রাজা, যার মধ্যে তাকে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানানোর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কানাডায়, রাজাকে কানাডার পক্ষে কথা বলতে হবে। রিডো হলে আসা আরেকজন দর্শনার্থী যেমনটা বলেছিলেন, ‘সার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ এবং তিনি এর প্রতীক।’

এসএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আচরণবিধি মানলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: সিইসি Nov 19, 2025
img
বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই, এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 19, 2025
img
আজ তারা সুতারিয়ার জন্মদিন Nov 19, 2025
img
ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিলো ঢাকা ওয়াসা Nov 19, 2025
img
স্ত্রীর প্রতি মুশফিকের বিশেষ কৃতজ্ঞতা Nov 19, 2025
img
ময়মনসিংহে ট্রেনে আগুন দিল দুর্বৃত্ততা Nov 19, 2025
img
সেই দিন খুব দূরে নয়, বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে : আসিফ মাহমুদ Nov 19, 2025
img
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য এবার জার্মান দূতাবাসের সতর্কবার্তা Nov 19, 2025
img
শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা Nov 19, 2025
img
সুর ঠিক না রাখতে পারলে শিল্পী হওয়াই উচিত না : রুনা লায়লা Nov 19, 2025
img
পানি এখানেই থামবে না আরো বহুদূর গড়াবে, হাসিনার বিচার প্রসঙ্গে রনি Nov 19, 2025
img
জকসুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিএস পদে লড়াই করবেন বাঁধনের সভাপতি মাবুদা Nov 19, 2025
img
৯০ সেকেন্ডের ‘বেবি শার্ক’ ভিডিও, ৪০ কোটি ডলারের ব্যবসা Nov 19, 2025
img
নেতানিয়াহুকে গ্রেপ্তারের অঙ্গীকার পুনর্ব্যক্ত মামদানির Nov 19, 2025
img
‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে দ্বিতীয় নওগাঁর রুফাইদা Nov 19, 2025
img
সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি Nov 19, 2025
img
তুর্কির সঙ্গে ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল স্পেন Nov 19, 2025
img
শততম টেস্টে মুশফিককে বিশেষ সম্মাননা দেবে বিসিবি Nov 19, 2025
img
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করতে দেব না : ফজলুর রহমান Nov 19, 2025
img
ইংল্যান্ডের পথে হামজা, সিলেটে সামিত Nov 19, 2025