সম্প্রতি একটি গ্রামীণ এলাকায় ঘটেছে এক নজিরবিহীন ঘটনা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। প্রায় ১১৩.৬ পাউন্ড ওজনের এক বিশাল বাঘায়ের মাছ ধরা পড়ে, যা দেখে হতবাক গ্রামবাসী। স্থানীয়ভাবে ‘গুনচ মাছ’ বা ‘ডেভিল ক্যাটফিশ’ নামে পরিচিত এই মাছ এর আগে কেউ দেখেননি, এমনকি এত বড় মাছ খাওয়ার সুযোগও হয়নি তাদের।
বাঘায়ের মাছ সাধারণত নদীতে পাওয়া বড় আকৃতির ক্যাটফিশ প্রজাতি। বাংলায় এটি খুব একটা পরিচিত না হলেও, গ্রামবাসীদের কাছে মাছটি একধরনের চমক সৃষ্টি করে।
মাছ ধরা পড়ার পর সেটিকে সংরক্ষণের চিন্তা না করে, গ্রামবাসীরা এটিকে ঘিরে তৈরি করেন এক বিশাল উৎসব। প্রায় ১৫ জন নারী মিলে মাছটি কেটে, পরিষ্কার করে এবং মসলায় রান্না করেন, বাংলাদেশি ঘরানার ঐতিহ্যবাহী স্টাইলে। রান্নায় ব্যবহার হয় রসুন, আদা, পেঁয়াজ, হলুদসহ নানা রকম মসলা। সঙ্গে রান্না হয় পাতলা ডালের ঝোল ও ভাত।
সেই বিশেষ রান্নার আয়োজন শেষে প্রায় ৪০০ জন মানুষ একসাথে বসে মাছের স্বাদ উপভোগ করেন। পুরো গ্রামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খাবার পরিবেশনেও ছিল একটানা ঐক্যবদ্ধতা—নিজেদের হাতে খাবার পরিবেশন করেন গ্রামের মহিলারা।
এই ঘটনা শুধু খাবারদাবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না—এটি হয়ে ওঠে এক ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং সংস্কৃতির চমৎকার উদাহরণ।
ভিডিওটি ইতিমধ্যে লাখো মানুষের মন জয় করেছে, আর অনেকেই এই সামগ্রিক আয়োজনকে বলছেন—"গ্রামীণ বাংলার প্রাণের ছবি"।
আরএ