জোবাইদা রহমানের আপিলের রায় আজ

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজা থেকে খালাস চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিলের রায় আজ।

বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২৬ মে (সোমবার) সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জোবাইদা রহমানের আপিল শুনানি শেষ হয়।

সেদিন আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঞা। সঙ্গে ছিলেন ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

গত ১৪ মে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত।

তার আগে ১৩ মে তিন বছরের কারাদণ্ডের আপিলের জন্য জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।

জোবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ওইদিন এ আদেশ দেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

এ মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে নয় বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। আর জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদণ্ড দেন। তাকেও জরিমানা করা হয়েছে ৩৫ লাখ টাকা।

এদিকে গত বছরের শেষের দিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার। সেই গেজেটে বলা বলা হয়, ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিলকৃত আবেদন এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন (১০ অক্টোবর, ২০২৪ ইং তারিখের বাংলাদেশ গেজেটে প্রকাশিত) সংশোধনপূর্বক আইনের ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ [কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬-০৯-২০০৭] -এ তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আপিল দায়েরের নিমিত্ত বিনাশর্তে এক বছরের জন্য স্থগিত করা হলো।

এরপর চলতি বছরের ৬ মে দেশে ফেরেন জোবাইদা রহমান।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আসছে ঘূর্ণিঝড় শক্তি, সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত May 29, 2025
img
স্লোভেনিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ May 29, 2025
‘যে ৩ সেবায় সুফল পাচ্ছে হজ যাত্রীরা’ May 29, 2025
অন্তর্বর্তী সরকার ও এনসিপি'কে নিয়ে ববি'র খোলামেলা মন্তব্য May 29, 2025
নকল পন্য বিক্রেতাদের সতর্ক করলেন ভোক্তা কর্মকর্তা May 29, 2025
সুব্রত বাইনের কাছ থেকে ‘স্যাটেলাইট ফোন’ উদ্ধার May 29, 2025
img
নতুন টাকার ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক, ১ জুন থেকে আসছে নতুন ডিজাইন May 29, 2025
img
মগবাজারে ছিনতাই : ভাইরাল ভিডিও দেখে গ্রেফতার ৩ May 29, 2025
৬ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌহুঁ'শিয়ারি সংকেত May 29, 2025
img
বলিউড থেকে দক্ষিণী সিনেমায় পা রাখছেন হৃতিক May 29, 2025
img
সংলাপ নয় মবতন্ত্রই বর্তমানে অধিক সক্রিয় : জিল্লুর রহমান May 29, 2025
img
আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি নিয়োগের পরিকল্পনা জাপানের May 29, 2025
img
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ May 29, 2025
img
সাত বছর আগে কেরানীগঞ্জে কবিরাজকে হত্যায় ভাবি ও দেবরের মৃত্যুদণ্ড May 29, 2025
img
ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নাই: সোহেল তাজ May 29, 2025
img
সজল-বুবলীকে নিয়ে জয়ার ক্ষোভ, শুটিং দাবি বন্ধের May 29, 2025
img
নির্বাচন ইস্যুতে এনসিপি নেতাকর্মীদের ওপর ববির ক্ষোভ May 29, 2025
img
চ্যাটজিপিটির মাধ্যমে থার্ড-পার্টি অ্যাপে লগইনের সুযোগ আনছে ওপেনএআই May 29, 2025
img
চট্টগ্রামে মানববন্ধনে নারীকে লাথি মারা যুবকের পরিচয় শনাক্ত May 29, 2025
img
ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ৫ উইকেট শিকারের রেকর্ড হাসানের May 29, 2025