মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য পরিচয়পত্র (আই কার্ড) প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। পরিচয়পত্রটির নাম দেওয়া হয়েছে ‘আই ক্যাড’। মঙ্গলবার (২৭ মে) দেশটির অভিবাসন বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে ‘আই কার্ড’ সম্পর্কিত এই তথ্য জানানো হয়।
জানা গেছে, এই পরিচয়পত্রে সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য, আঙ্গুলের ছাপ, কাজের প্রক্রিয়া ও ধরন সম্পর্কিত সব তথ্য নিবন্ধিত থাকবে।
এই কার্ডটিতে যে বারকোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব তথ্য। বলা হচ্ছে, কার্ডটি জালিয়াতি করা খুবই কঠিন হবে। এ ছাড়া অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করা যাবে এই পরিচয়পত্রের মাধ্যমে।
প্রতি বছর কর্মীদের ভিসা নবায়নের সময় নিয়োগকর্তারা অস্থায়ী কর্ম পরিদর্শক পাস ‘আই ক্যাড’ বিনা খরচে অভিবাসন কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবে।
এতে করে মূল পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র ‘আই ক্যাড’ নিয়ে দেশটিতে চলাফেরা করতে পারবে বিদেশি কর্মীরা।
আরআর/টিএ