অঙ্গরাজ্য হতে রাজি হলে বিনামূল্যে গোল্ডেন ডোম পাবে কানাডা : ট্রাম্প

প্রতিবেশী রাষ্ট্র কানাডাকে এবার গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমের লোভ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ৫১ তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে যোগ দিলে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম বিনামূল্যে প্রদান করা হবে কানাডাকে।

‘আকর্ষনীয়’ এই প্রস্তাব যদি ফিরিয়ে দেয় অটোয়া, তবুও কানাডাকে এই প্রতিরক্ষা সিস্টেমের অংশ হতে পারবে ; তবে সে জন্য দেশটিকে ব্যয় করতে হবে ৬ হাজার ১০০ কোটি ডলার।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যশ ট্রুথ সোশ্যালে বুধবার পোস্ট করা এক বার্তায় কানাডাকে এই প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, গত সপ্তাহে ট্রাম্প গোল্ডেন ডোম নামে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম উদ্বোধন করেন। এই সিস্টেমটি সর্বাধুনিক এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের বাইরেও বিশাল অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিষেবা দিতে সক্ষম। প্রতিবেশী দেশগুলো চাইলে অর্থের বিনিময়ে এই প্রতিরক্ষা সিস্টেমের পরিষেবা নিতে পারবে।

কানাডা এই পরিষেবা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে— উল্লেখ করে ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প বলেন, “গোল্ডেন ডোম একটি অসাধারণ সিস্টেম এবং কানাডা এই সিস্টেমের অংশ হওয়ার জন্য খুবই আগ্রহী। আমি কানাডাকে বলেছি যে যদি তারা এই পরিষেবা পেতে চায়, তাহলে অটোয়াকে ৬ হাজার ১০০ কোটি ডলার গুনতে হবে।”

“তবে কানাডা যদি ৫১ তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে যোগ দেয়, সেক্ষেত্রে আমরা একটা পয়সাও নেবো না। তারা এই প্রস্তাব বিবেচনা করছে।”

ট্রাম্পের এই দাবি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে কানাডার সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু তারা কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার কয়েক দিন পর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে কানাডাকে তিনি যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্রের ইমেজও পোস্ট করেন ট্রাম্প। সেই ইমেজে যুক্তরাষ্ট্রের মানচিত্রের অন্তর্ভুক্ত ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে কানাডাকে।

পরে এক সংবা ব্রিফিংয়ে ট্রাম্প বলেছিলেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করতে অর্থনৈতিক শক্তি প্রয়োগ করবেন তিনি।

তবে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এই প্রস্তাব এবং হুমকিকে সরাসরি খারিজ করে দিয়ে বলেছিলেন, “কানাডা কোনো দিনও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না।”

উত্তর আমেরিকা মহাদেশভুক্ত দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা উভয়ই নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) নামের একটি নিরাপত্তাচুক্তিতে আবদ্ধ। এই চুক্তির শর্ত অনুসারে, অন্য কোনো দেশ এই দুই রাষ্ট্রের কোনোটিতে হামলা চালালে অপর রাষ্ট্র শর্তহীনভাবে আক্রান্ত রাষ্ট্রের পাশে থাকবে।

তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক অনেকটাই বদলে গেছে। বর্তমানে সেই চুক্তি কানাডার উদ্বেগের কারণ।

সূত্র : এএফপি

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শহীদ জিয়া:মীর হেলাল May 29, 2025
img
বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ May 29, 2025
আবারও সামনে এলেন খালেদা জিয়া, দিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা May 29, 2025
img
নেত্রকোনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ২ May 29, 2025
img
ছাত্রলীগ কায়দায় ছাত্রশিবির আমাদের উপর হামলা করেছে: গণতান্ত্রিক ছাত্র জোট May 29, 2025
img
চাঁদপুরে সর্বোচ্চ ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড May 29, 2025
img
হজ পালনে করতে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ১৩ লাখ বিদেশি হজযাত্রী May 29, 2025
এভার কেয়ার হাসপাতাল, চিকিৎসা শেষে বিল দেখে চক্ষু চড়কগাছ! May 29, 2025
img
ভারতের রাফাল ভূপাতিত হওয়ার আনুষ্ঠানিক তথ্য চাইল ফ্রান্সের সেনাবাহিনী May 29, 2025
img
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রেফতার May 29, 2025
img
ইউরোপে গিয়ে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে May 29, 2025
img
তাদের একসঙ্গে বসা উচিত, পরেশকে ভক্তরা মিস করবেন:'হেরা ফেরি-৩' নিয়ে জনি লিভার May 29, 2025
নারী ক্রিকেটকে বদলে দিতে চান ভাইরাল তন্নী May 29, 2025
৭১ বছরের বই বিক্রেতার স্বপ্ন লেখক পিনাকীর সঙ্গে একবার দেখা করা May 29, 2025
এনসিপির কারণ দর্শানো নোটিশের মুখে স্বীকারোক্তি হান্নান মাসউদের May 29, 2025
সঞ্চয়পত্র যে জমা দেয় সে অর্থ পায় May 29, 2025
প্রতারণার নতুন ঠিকানা: এভার কেয়ার হাসপাতাল! May 29, 2025
জিয়াউর রহমানকে নিয়ে আবেগঘন বক্তব্য বেগম জিয়ার May 29, 2025
img
পারিশ্রমিক জটিলতায় উঠে এলো ফারুকের নাম May 29, 2025
img
নির্বাচনের জন্যই সংস্কার ও বিচার প্রয়োজন : নাহিদ May 29, 2025