সংস্কার বা বিচারের কথা বলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোরও কোনো সুযোগ নেই।’
বুধবার (২৮ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে তারুণ্যের সুনামি হয়েছে। আজকের লাখ লাখ তরুণ একটা বার্তা দিচ্ছে, তা হলো গণতন্ত্র। আর গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। তাই আজকে নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না।’
তিনি বলেন, ‘বন্ধুগণ বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলেনি। সাত বছর আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সংস্কারের কথা তুলে ধরেন। এরপর তারেক রহমানের ২৭ দফা ও ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, এখনো নাকি গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে ঐকমত্য হয়নি।
মনে রাখবেন, গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে যদি ঐকমত্য না হয়, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ। আপনাদের মাধ্যমে সেই সংস্কার হবে না। আপনারা কে?। এ রকম মন্তব্য করবেন না।’
আমীর খসরু বলেন, ‘ফ্যাসিবাদী আমলে বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কে হয়েছে? গুম, খুনসহ জেল।
বিএনপি নেতা খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে জাতীকে ঐক্যবদ্ধ করেছেন। বিচার যদি কারো করতে হয়, সেটা বিএনপি করবে। যদি বিচার অসম্পন্ন থাকে সেটা বিএনপি করবে।’
তিনি বলেন, ‘যারা বিচারের কথা বলছেন, শেখ হাসিনার পতন না হলে, এই লোকগুলো কোথায় থাকত? বিদেশে। আমরা থাকতাম জেলে। আপনাদের ওপর ভরসা নেই। বিচার বিএনপি করবে আগামী দিন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই নির্বাচন বিলম্ব করলে এই তরুণরা জবাব দেবে।’
এফপি/টিএ