নয়াদিল্লির সঙ্গে সংলাপে বসতে চান শেহবাজ শরিফ

কাশ্মির, উভয় দেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া এবং পর্যটন নিয়ে নয়াদিল্লির সঙ্গে সংলাপে বসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারতকে সংলাপে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

ত্রিপাক্ষিক এক সম্মেলনে যোগ দিতে বর্তমানে পূর্ব ইউরোপের দেশ আজেরবাইজানের রাজধানী বাকুতে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বুধবার সেখানে প্রদান করা এক ভাষণে নয়াদিল্লিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি খুবই বিনয়ের সঙ্গে বলছি যে আমরা এই অঞ্চলে শান্তি চাই; আর এই শান্তির পথে যেসব ইস্যু বাধা সৃষ্টি করছে— বন্ধুত্বপূর্ণ উপায়ে সেসব সমাধানের জন্য আমাদের আলোচনার টেবিলে আসা জরুরি।”

“এখানে আমি বিশেষভাবে কাশ্মির ইস্যুটিকে গুরুত্ব দিচ্ছি। কাশ্মির নিয়ে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদে যে রেজোল্যুশন পাস হয়েছে, সেটি বলছে যে জম্মু-কাশ্মির ভাগ্য নিয়ন্ত্রণের এক্তিয়ার রয়েছে শুধুমাত্র সেখানকার জনগণের। সংলাপে আমরা এই ব্যাপারটিকে সামনে আনতে চাই।”

“আর সন্ত্রাসবাদের ব্যাপারে আমি আন্তরিকভাবে বলতে চাই যে, ভারত যদি সত্যিই সন্ত্রাসবাদ নির্মূল করতে চাই, পাকিস্তান অকপটভাবে সেক্ষেত্রে সহযোগিতা করবে। কারণ পাকিস্তান হলো সন্ত্রাসবাদের সবচেয়ে ভয়াবহ শিকার। শুধু এই সন্ত্রাসবাদের কারণে আমরা গত কয়েক দশকে ৯০ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছি, আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ১৫ হাজার কোটি ডলার।”

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি শাখা এই টিআরএফ।

এ ঘটনায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।

দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত ৭ মে পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছেন ১১ সেনাসহ ৫১ জন এবং আহত হয়েছে ৭৮ জন।

‘অপারেশন সিঁদুর’ এর পাল্টা জবাব দিতে তার দু’দিন পর ৯ মে ‘অপারেশন বুনিয়ান উম মারসুস’ শুরু করে পাকিস্তান। এতে ভারতে নিহত হন অন্তত ৩৬ জন এবং আহত হন কমপক্ষে ৪৬ জন।

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১০ মে থেকে যুদ্ধবিরতি শুরু হলেও এখনও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্য।

বাকুতে প্রদান করা বক্তৃতায় ভারতের সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে শেহবাজ বলেন, “সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতের ব্যাপারটি খুবই দুর্ভাগ্যজনক। সিন্ধু নদের পানি পাকিস্তানের ২৪০ কোটি মানুষের লাইফলাইন। ভারত এই চুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।”

“কিন্তু এটি সম্ভব নয়। অতীতেও সম্ভব ছিল না, ভবিষ্যতেও হবে না। আমরা ইতোমধ্যে এ ইস্যুতে তৎপরতা শুরু করেছি।”
সূত্র : ডন


আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে সুসংবাদ পেল রিয়াল মাদ্রিদ Sep 16, 2025
img
৩ জেলার ডিসিকে প্রত্যাহার Sep 16, 2025
img
৩ চাকার যানবাহনগুলো সঠিক গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ Sep 16, 2025
img
খুলনায় আড়াই মণ হরিণের মাংসসহ আটক ১ Sep 16, 2025
img
ভালুকায় শ্রমিকলীগের ২ নেতা গ্রেপ্তার Sep 16, 2025
img
বিপিসির অভিযানে মানিকগঞ্জে ৩ ফিলিং স্টেশনের ৮টি ডিসপেন্সিং ইউনিট জব্দ Sep 16, 2025
img
কাপাসিয়ায় উপজেলা যুবদলের সদস্য সচিব লিয়ন বহিষ্কার Sep 16, 2025
img
জামালপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬ Sep 16, 2025
img
আরাকান আর্মি ইয়াবা ব্যবসায় জড়িত থাকায় চোরাচালান বেড়েছে : বিজিবি Sep 16, 2025
img
চাঁদপুরে সরকারি চাল মজুতের দায়ে বিএনপি নেতাকে জরিমানা Sep 16, 2025
উত্তাল ফরিদপুর! থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন Sep 16, 2025
আমি তুষার বলছি - বাংলাদেশকে এখানেই আসতে হবে Sep 16, 2025
এই যে ভণ্ডামি, প্রতারণা কেন করছেন আপনারা? Sep 16, 2025
তরুণদের সক্রিয়তায় সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা Sep 16, 2025
অর্থ পাচার রোধে যে কঠোর নীতিতে হাঁটছে সরকার Sep 16, 2025
img
নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল Sep 16, 2025
img

ডিআইজি রেজাউল করিম

যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব Sep 16, 2025
img
আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত Sep 16, 2025
img
পেলেকে ছাড়িয়ে রেকর্ড দামে বিক্রি হলো মেসির রুকি কার্ড Sep 16, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Sep 16, 2025