নতুন প্যাকেজ দিতে পারবে না গ্রামীণফোন-রবি

পাওনা টাকা আদায়ে ব্যান্ডউইথ সীমিত করার পর এবার গ্রামীণফোন ও রবির অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যার ফলে গ্রামীণফোন ও রবি নতুন কোনো প্যাকেজ দিতে পারবে না গ্রাহকদের। পাশাপাশি তাদের নেটওয়ার্কের আওতা বাড়ানো বন্ধ হয়ে যেতে পারে।

বুধবার বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন পদক্ষেপের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক।

বিটিআরসির চেয়ারম্যান জানান, পাওনা আদায়ে ব্যান্ডউইথ সীমিত করা হয়েছিল। গ্রাহকদের অসুবিধার কথা চিন্তা করে খুব শিগগিরই বাধা তুলে নেওয়া হবে। তবে পাওনা টাকায় কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, সালিশে যাওয়ারও কোনো সুযোগ নেই। এনওসি বন্ধের পরও পাওনা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিটিআরসি ৪ জুলাই ১৩ হাজার ৪৪৭ কোটি টাকা পাওনার আদায়ের পদক্ষেপ হিসেবে গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবি আজিয়াটার ১৫ শতাংশ ব্যান্ডউইথ কমিয়ে দেয়।

এর মধ্যে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি টাকা পাওনা দাবি করছে বিটিআরসি। এ অর্থের মধ্যে বিলম্বের মাশুল ও সুদও ধরা আছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: