ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয় ইলন মাস্কের টেসলা

বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয়। দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উৎসাহ দিতে সোমবার ভারতের সরকার নতুন একটি প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই প্রকল্পের বিস্তারিত প্রকাশের দিনে দেশটির কেন্দ্রীয় শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী টেসলার অনাগ্রহের বিষয়ে এমন তথ্য জানিয়েছেন।

গত মার্চে ভারত বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতাদের জন্য প্রণোদনা ঘোষণা করার পরও ইলন মাস্ককে বিনিয়োগে আকৃষ্ট করতে পারেনি। আর সেটা প্রকাশ্যে প্রথমবারের মতো স্বীকার করলেন দেশটির কেন্দ্রীয় শিল্পমন্ত্রী।

গাড়ি উৎপাদনে আগ্রহী না হলেও টেসলা ভারতে দু’টি শোরুম চালু এবং তাদের খুচরা বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি বলেন, ‘‘মার্সিডিজ বেঞ্জ, স্কোডা-ভক্সওয়াগেন, হুন্দাই এবং কিয়া ভারতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে আগ্রহ দেখিয়েছে। আমরা টেসলার কাছ থেকে এই ধরনের কিছু প্রত্যাশা করছি না।’’

দেশটির অপর একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, টেসলার একজন প্রতিনিধি প্রথম দফায় অংশীদারদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় দফায় টেসলার আর কোনও প্রতিনিধি আলোচনায় অংশ নেননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, যদি টেসলা ভারতে কারখানা তৈরি করে; তবে সেটা ‘‘যুক্তরাষ্ট্রের প্রতি অবিচার’’ হবে। ট্রাম্পের এমন সতর্কতার পর ভারতে টেসলার কারখানা স্থাপন কিংবা গাড়ি তৈরি না করার বিষয়টি নিশ্চিত করল দিল্লি।

গত কয়েক বছরে ভারতের বাজারে প্রবেশ করা নিয়ে কয়েক দফা আলোচনা করেছিল টেসলা। এর আগে, ২০২২ সালে ভারতে টেসলার বাণিজ্যিক কার্যক্রম শুরুর একটি পরিকল্পনা নেওয়া হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। ওই সময় ভারত সরকার টেসলাকে স্থানীয়ভাবে গাড়ি তৈরির পরামর্শ দিলেও টেসলা রপ্তানির মাধ্যমে ভারতের বাজারের চাহিদা যাচাই করতে চেয়েছিল।

২০২৩ সালে মাস্ক বলেছিলেন, তিনি ভারতের বাজারে বিনিয়োগের ‘‘সঠিক সময় খুঁজে বের করার চেষ্টা করছেন।’’ চলতি বছর ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ইলন মাস্ক। ওই বৈঠকে প্রযুক্তি ও উদ্ভাবনে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

গত বছর ভারত সরকার ঘোষণা দেয়, বৈশ্বিক গাড়ি নির্মাতারা যদি ৫০ কোটি ডলার বিনিয়োগ এবং তিন বছরের মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন শুরু করার প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদের জন্য আমদানি শুল্ক কমাবে ভারত। উচ্চ আমদানি শুল্কের কারণে টেসলা ভারতে প্রবেশ করতে পারছে না বলে ইলন মাস্ক অভিযোগ করার পর নরেন্দ্র মোদির সরকার ওই ঘোষণা দিয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার এখনও টেসলার জন্য উপযুক্ত নয়। ভারতে বৈদ্যুতিক গাড়ির বিক্রি এখনও মোট যাত্রীবাহী গাড়ির ৩ শতাংশেরও কম। এছাড়া স্থানীয়ভাবে তৈরি অন্যান্য গাড়ির দাম টেসলার বেসিক মডেলের দামের তুলনায় প্রায় অর্ধেক। পাশাপাশি চার্জিং অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থা এতে বেশি বাধা হয়ে দাঁড়াতে পারে।

বর্তমানে ভারতের ইভি বাজারে গাড়ি ব্রিক্রির শীর্ষে রয়েছে টাটা মোটরস। ভারতের বাজারে বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়ির ৬০ শতাংশেরও বেশি দেশটির এই কোম্পানির। দ্বিতীয় স্থানে রয়েছে এমজি মোটরস; যা ভারতের জেএসডব্লিউ ও একটি চীনা প্রতিষ্ঠানের যৌথ মালিকানাধীন। ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে তাদের শেয়ারের পরিমাণ ২২ শতাংশ।


পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু Nov 18, 2025
img
হামজাদের খেলা দেখতে গ্যালারিতে শান্তদের কোচ ফিল সিমন্স Nov 18, 2025
img
বেরোবির প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতির সম্মতি, সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা Nov 18, 2025
img
দেশীয় বাজারে ফের কমল স্বর্ণের দাম Nov 18, 2025
img
হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ পেলেন রোনালদো, কি নিয়ে কথা হবে? Nov 18, 2025
img
মামদানি ভারতীয়দের ঘৃণা করেন: এরিক ট্রাম্প Nov 18, 2025
img

ক্লাউডফ্লেয়ার ডাউন

বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমসহ বিশ্বের বহু ওয়েবসাইটে হঠাৎ বিপর্যয় Nov 18, 2025
img
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক : স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 18, 2025
img
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ Nov 18, 2025
img
২০ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ ঘোষণা Nov 18, 2025
img
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু Nov 18, 2025
img
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি Nov 18, 2025
img
৩ দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে Nov 18, 2025
img
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর Nov 18, 2025
img
মেহেরপুরে কাথুলী সীমান্তে ২৪ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের Nov 18, 2025
img

বাংলাদেশ-ভারত ম্যাচ

হামজা স্লোগানে মুখরিত জাতীয় স্টেডিয়াম Nov 18, 2025
img
রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট Nov 18, 2025
img
হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা Nov 18, 2025
img
আসন্ন নির্বাচন দেশের ৫৪ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়: নুরুল হক Nov 18, 2025
img
কনটেইনার টার্মিনাল পরিচালনা চুক্তি বাতিল করতে হবে : সাইফুল হক Nov 18, 2025