কুষ্টিয়ায় জামাতার বিরুদ্ধে শ্বশুরকে প্রকাশ্যে হত্যার অভিযোগ

কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর বাজারে চা পানরত শ্বশুর টুটুল হোসেনকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে জামাতা ইমরান হোসেনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন টুটুল। এ সময় দুইটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৪ জন এসে টুটুলকে গুলি করে।

ওই সময় স্থানীয়রা তাদেরকে ধাওয়া দিলে দ্রুত একটি শটগান, কয়েক রাউন্ড গুলিসহ একটি মোটরসাইকেল ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি শটগান, কয়েকটি গুলি ও হত্যায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা করেছে।

নিহত টুটুল হোসেন (৪০) কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে মুদি ব্যবসা করতেন।

অন্যদিকে ঘাতক জামাতা ইমরান হোসেন কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার মামুনের ছেলে। তিনি ব্যবসা করতেন।

নিহতের ভাই সাব্বির হোসেন বলেন, রাত ৯টার দিকে মধুপুর গরুর হাট বাজারে দুজনের সঙ্গে চা খাচ্ছিল টুটুল। এসময় পূর্ব পরিকল্পিতভাবে মেয়ের জামাই ইমরান টুটুলের মুখে গুলি করে।

এসময় তাকে একটি সিএনজিতে তুলে হাসপাতালের নেওয়ার সময় তার মৃত্যু হয়।

সাব্বির আরো বলেন, ইমরান ও তার সঙ্গে আরো তিনজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে। তারা দুইটি মোটরসাইকেল নিয়ে এসেছিল। ইমরান নিজের হাতে তার শ্বশুর টুটুলের মুখে গুলি করে হত্যা করেছে। স্থানীয়রা তাড়া দিলে একটি মোটরসাইকেল নিয়ে দুজন পালিয়ে যায়।

এসময় মোটরসাইকেল ও অস্ত্র ফেলে রেখে ইমরান ও আরেকজন পালিয়ে যায়।

নিহতের দুলাভাই হেলাল মুন্সি বলেন, টুটুলের মেয়ের জামাই ভালো না। বিভিন্নভাবে নির্যাতন করত। এনিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। কয়েক মাস আগে টুটুল বিদেশ থেকে বাড়িতে আসে। এরপর জামাইকে তালাক দেয় মেয়ে টুম্পা। এরপর থেকেই জামাই ইমরান নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে টুটুল মধুপুর বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে জামাই ইমরান ও তার লোকজন টুটুলকে গুলি করে হত্যা করেছে। আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার ফাঁসি চাই।

নিহতের পরিবার ও স্থানীয়রা বলেন, ৪ বছর আগে টুটুলের মেয়ে টুম্পার সঙ্গে ইমরানের বিয়ে হয়। পরে ইমরান দ্বিতীয় বিয়ে করে। এনিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। তাদের চার বছর বয়সী আইয়ান নামের একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে প্রায় তিন বছর বাবার বাড়িতে থাকেন টুম্পা ও তার ছেলে। ৮ মাস আগে টুম্পার বাবা টুটুল সৌদি আরব থেকে বাড়িতে আসেন। ৮ মাস আগে ইমরানকে তালাক দেন টুম্পা। এরপর থেকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন ইমরান। মঙ্গলবার ইমরান গুলি করে হত্যা করল শ্বশুর টুটুলকে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, টুটুলকে গুলি করে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পাশ থেকে একটি শটগান, কয়েক রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। নিহতের মুখে গুলির চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএম/টিকে     

Share this news on:

সর্বশেষ

img

ডিআইজি রেজাউল করিম

যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব Sep 16, 2025
img
আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত Sep 16, 2025
img
পেলেকে ছাড়িয়ে রেকর্ড দামে বিক্রি হলো মেসির রুকি কার্ড Sep 16, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Sep 16, 2025
img
মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করেছে নৌবাহিনী Sep 16, 2025
img
চবিতে ‘হোস্টেল সংসদ’ নির্বাচনের ঘোষণা Sep 16, 2025
img
সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ Sep 16, 2025
img
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম Sep 16, 2025
img
দুই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা, খালি হাতে বিদায় নিল হংকং Sep 16, 2025
img
ভোজ্যতেল আমদানিতে ব্যয় বৃদ্ধি করল এনবিআর Sep 16, 2025
img
ইভ্যালি থেকে বেরিয়ে একই কৌশলে প্রতারণা, নারী গ্রেপ্তার Sep 16, 2025
img
এশিয়া কাপ জিতেনি বাংলাদেশ গুগোল করে নিশ্চিত হলেন ট্রট Sep 16, 2025
img
ড. ইউনূস ব্যর্থ হলে বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে : রাশেদ খান Sep 16, 2025
img
ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন Sep 16, 2025
img

মাসুদ সাঈদী

জনগণের ভালোবাসা অর্জন করুন, তাহলে নির্বাচন বর্জনের দরকার হবে না Sep 16, 2025
img
আরও ১ মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ Sep 16, 2025
img
আগস্টে ৪৯ মামলায় জড়িত ৩১১ দুর্নীতিবাজ Sep 15, 2025
img
১৫ কেজির কোরাল মাছ বিক্রি ১৮ হাজারে Sep 15, 2025
img
শ্রীলঙ্কার সামনে হংকংয়ের ১৫০ রানের চ্যালেঞ্জ Sep 15, 2025
img
নিকুঞ্জে নাগরিক জাগরণ: হারানো শান্তি ফিরে পাওয়ার গল্প Sep 15, 2025