কুষ্টিয়ায় জামাতার বিরুদ্ধে শ্বশুরকে প্রকাশ্যে হত্যার অভিযোগ

কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর বাজারে চা পানরত শ্বশুর টুটুল হোসেনকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে জামাতা ইমরান হোসেনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন টুটুল। এ সময় দুইটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৪ জন এসে টুটুলকে গুলি করে।

ওই সময় স্থানীয়রা তাদেরকে ধাওয়া দিলে দ্রুত একটি শটগান, কয়েক রাউন্ড গুলিসহ একটি মোটরসাইকেল ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি শটগান, কয়েকটি গুলি ও হত্যায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা করেছে।

নিহত টুটুল হোসেন (৪০) কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে মুদি ব্যবসা করতেন।

অন্যদিকে ঘাতক জামাতা ইমরান হোসেন কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার মামুনের ছেলে। তিনি ব্যবসা করতেন।

নিহতের ভাই সাব্বির হোসেন বলেন, রাত ৯টার দিকে মধুপুর গরুর হাট বাজারে দুজনের সঙ্গে চা খাচ্ছিল টুটুল। এসময় পূর্ব পরিকল্পিতভাবে মেয়ের জামাই ইমরান টুটুলের মুখে গুলি করে।

এসময় তাকে একটি সিএনজিতে তুলে হাসপাতালের নেওয়ার সময় তার মৃত্যু হয়।

সাব্বির আরো বলেন, ইমরান ও তার সঙ্গে আরো তিনজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে। তারা দুইটি মোটরসাইকেল নিয়ে এসেছিল। ইমরান নিজের হাতে তার শ্বশুর টুটুলের মুখে গুলি করে হত্যা করেছে। স্থানীয়রা তাড়া দিলে একটি মোটরসাইকেল নিয়ে দুজন পালিয়ে যায়।

এসময় মোটরসাইকেল ও অস্ত্র ফেলে রেখে ইমরান ও আরেকজন পালিয়ে যায়।

নিহতের দুলাভাই হেলাল মুন্সি বলেন, টুটুলের মেয়ের জামাই ভালো না। বিভিন্নভাবে নির্যাতন করত। এনিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। কয়েক মাস আগে টুটুল বিদেশ থেকে বাড়িতে আসে। এরপর জামাইকে তালাক দেয় মেয়ে টুম্পা। এরপর থেকেই জামাই ইমরান নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে টুটুল মধুপুর বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে জামাই ইমরান ও তার লোকজন টুটুলকে গুলি করে হত্যা করেছে। আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার ফাঁসি চাই।

নিহতের পরিবার ও স্থানীয়রা বলেন, ৪ বছর আগে টুটুলের মেয়ে টুম্পার সঙ্গে ইমরানের বিয়ে হয়। পরে ইমরান দ্বিতীয় বিয়ে করে। এনিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। তাদের চার বছর বয়সী আইয়ান নামের একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে প্রায় তিন বছর বাবার বাড়িতে থাকেন টুম্পা ও তার ছেলে। ৮ মাস আগে টুম্পার বাবা টুটুল সৌদি আরব থেকে বাড়িতে আসেন। ৮ মাস আগে ইমরানকে তালাক দেন টুম্পা। এরপর থেকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন ইমরান। মঙ্গলবার ইমরান গুলি করে হত্যা করল শ্বশুর টুটুলকে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, টুটুলকে গুলি করে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পাশ থেকে একটি শটগান, কয়েক রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। নিহতের মুখে গুলির চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএম/টিকে     

Share this news on:

সর্বশেষ

img
হুমায়ূন আহমেদের জন্মদিনে নুহাশ পল্লীতে কেক কাটলেন শাওন ও পরিবার Nov 13, 2025
img
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চট্টগ্রামে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান Nov 13, 2025
img

গোলাম মাওলা রনি

সরকার এখন কোনো অবস্থাতেই ঝুঁকিতে যাবে না Nov 13, 2025
img
চুয়াডাঙ্গায় সাবেক মেয়র টোটন গ্রেপ্তার Nov 13, 2025
img
মানিকগঞ্জে গ্রেপ্তার হলেন আ.লীগ নেত্রী জেসমিন Nov 13, 2025
img
ঐক্যবদ্ধ জাতির সামনে নৈরাজ্যের জায়গা নেই : চিফ প্রসিকিউটর Nov 13, 2025
img
যশোরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন Nov 13, 2025
img
বিলাল-হানিয়া অভিনীত নাটকের প্রথম পর্ব দেখে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া Nov 13, 2025
img
আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের: রিজভী Nov 13, 2025
img
নারায়ণগঞ্জে ১২ ঘণ্টায় ২৭ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার Nov 13, 2025
img
আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ: ইমানুয়েল ম্যাক্রোঁ Nov 13, 2025
img
প্রধান উপদেষ্টার ভাষণ শুরু হবে দুপুর আড়াইটায় Nov 13, 2025
img
গুরুত্বপূর্ণ দুই অধ্যাদেশ সংশোধন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিমান উপদেষ্টা Nov 13, 2025
img
হার্টের জটিলতায় হাসপাতালে ভর্তির পর কেমন আছেন অস্কার Nov 13, 2025
img
সোনা হারিয়ে দেশে ফিরছেন বাংলাদেশের দুই আরচ্যার Nov 13, 2025
img
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের হামলা Nov 13, 2025
img

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’

সচিবালয়ে চলছে স্বাভাবিক কাজ Nov 13, 2025
img
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ ঘিরে ঢাবিতে শিক্ষার্থীদের আনাগোনা কম Nov 13, 2025
img
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন Nov 13, 2025
img
চট্টগ্রামে মোড়ে মোড়ে অবস্থান বিএনপি-জামায়াতের Nov 13, 2025