করোনা মোকাবেলায় সকলেকে একসঙ্গে কাজ করার আহ্বান চসিক মেয়রের

নতুন করে করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্ক থাকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

বুধবার (১১ জুন) নগর ভবনে এক জরুরি প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সভায় চট্টগ্রামের স্বাস্থ্য খাতের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, করোনার প্রথম ধাক্কায় আমরা যেভাবে সম্মিলিতভাবে কাজ করেছি, এবারও তেমনটা করতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। ইতোমধ্যে চট্টগ্রামে তিনজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। তারা কেউই বিদেশফেরত নন। বরং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। এর মানে, স্থানীয় সংক্রমণের আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি চসিকের মেমন-২ হাসপাতালে এবং নগরীর বিভিন্ন স্থানে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হবে।

মেয়র আরও বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও মেমন-২ হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হিসেবে প্রস্তুত করা হচ্ছে। চমেক হাসপাতালেও কোভিড ইউনিট চালু রয়েছে। চিকিৎসকরা আগের চেয়ে বেশি অভিজ্ঞ ও প্রস্তুত।

সচেতনতা তৈরির ওপর জোর দিয়ে মেয়র বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র। সবাইকে মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

সংক্রমণ মোকাবিলায় নাগরিক সহায়তার জন্য একটি সার্ভিস সেন্টার চালুর ঘোষণা দিয়েছেন মেয়র। যেখানে ফোন করে তথ্য ও সহায়তা পাওয়া যাবে।

বাজারে মাস্ক, ওষুধ ও কিট নিয়ে অস্বাভাবিক দাম নেওয়া রোধে জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলেও জানান মেয়র শাহাদাত। তিনি বলেন, গতবারও কিছু অসাধু ব্যবসায়ী মুনাফা করতে চেয়েছিল। এবার আমরা আরও কঠোর হবো। চসিকের নিজস্ব ম্যাজিস্ট্রেটরাও প্রয়োজনীয় অভিযান পরিচালনা করবেন।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রূ মারমা, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা।

টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বহিষ্কার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী Nov 13, 2025
img
আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আস্থাহীনতা : ইসি আনোয়ারুল Nov 13, 2025
img
নারায়ণগঞ্জে আওয়ামী-বিএনপি সংঘর্ষে নারীসহ আহত ১০ Nov 13, 2025
img
লক্ষ্ণৌ ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন শার্দুল ঠাকুর Nov 13, 2025
img
শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিতে হবে : মাদ্রাসার ডিজি Nov 13, 2025
img
গ্রেপ্তার হলেন ঢাবির ছাত্রলীগ নেতা ও মহিলা লীগ সভাপতি Nov 13, 2025
img
দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে: জাগপা Nov 13, 2025
img
ধানমণ্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান, নারীকে মারধর Nov 13, 2025
img
১৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Nov 13, 2025
img
নিজের ব্যর্থতায় অনুপ্রেরণা খুঁজে পান অমিতাভ Nov 13, 2025
img
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি চক্রবর্তী Nov 13, 2025
img
ঢাকায় আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার Nov 13, 2025
img
জুবিনের শেষ সিনেমা ‘রই রই বিনালে’-এর দৃশ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার Nov 13, 2025
img
সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি Nov 13, 2025
কৃতি শ্যাননের ঘরে একমাত্র হৃত্বিকের ছবি, মধ্যরাতে ফোন Nov 13, 2025
গুলিস্তান থেকে আওয়ামী লীগ কর্মী আটক Nov 13, 2025
গণভোট নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্বের মধ্যে যে সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা Nov 13, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক Nov 13, 2025
img
বাংলাদেশ-ভারত ম্যাচের নিরাপত্তায় মাঠে থাকবে সেনাবাহিনী Nov 13, 2025
img
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে ২০ লাখ ভোটারের প্রস্তুতি ইসির Nov 13, 2025