ডেঙ্গু নিয়ন্ত্রণে ধূপ থেরাপি

বঙ্গোপসাগর তীরবর্তী জেলা বরগুনাকে ডেঙ্গুর ‘হটস্পট’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। বরগুনা সদর হাসপাতালের ডেঙ্গু রোগীদের চাপে পা ফেলার জায়গা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতেও দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা।

বরগুনা সদর হাসপাতা‌লে শয‌্যার অন্তত চারগুণ রোগী হাসপাতালে ভ‌র্তি থাকায় সেখানকার সেবা নিয়ে উঠছে নানা অভিযোগ।

আক্রান্ত রোগীদের সংখ্যা বিবেচনায় শহরের বেশ কয়েকটি স্পট মশার আঁতুড়ঘর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে জেলার গুরুত্বপূর্ণ সেই আঁতুড়ঘরের মশা তাড়াতে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়ে অন্তত ৩০‌টি স্বেচ্ছাসেবী সংগঠন। তারই অংশ হিসেবে বরগুনার স্বেচ্ছা‌সেবী সংগঠন জল তরণীর আয়োজ‌নে বি‌ডি ক্লি‌নের সহ‌যো‌গিতায় সোমবার সন্ধ্যায় মশা দমনে ধূপ থেরাপি শুরু করেছেন।

সোমবার (১৬ জুন) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে পৌর শহ‌রের নাথপ‌ট্টি লোকে স্বেচ্ছা‌সেবীরা জ‌ড়ো হন।

সেখা‌নে প্রতী‌কি মশা‌রি ব‌্যবহা‌রের মাধ‌্যমে ডেঙ্গুর আক্রমণ থে‌কে মু‌ক্তির উপায় তু‌লে ধরা হয়।

অংশগ্রহণকারীরা হা‌তে হা‌তে বাল‌তি ভ‌র্তি ধূপ নি‌য়ে তা‌তে ধোঁয়া সৃষ্টির মাধ‌্যমে মশা তাড়া‌নোর কৌশল দেখান। একপর্যা‌য়ে অংশগ্রহণকারীরা ধূপ নি‌য়ে পৌর এলাকার বাজার রোড, ব্রাঞ্চ রোড এবং সরকা‌রি ক‌লেজ রোড প্রদক্ষিণ ক‌রে। এভা‌বে জনসাধারনণকে স‌চেতন ক‌রে আবার নাথপ‌ট্টি লো‌কে জ‌ড়ো হন।

জল তরণীর প‌রিচালক প‌রি‌বেশকর্মী আরিফুর রহমান ব‌লেন, বাড়ি বাড়ি গিয়ে মশার আঁতুড়ঘর চিহ্নিত করছেন। সেই আঁতুড়ঘর ধ্বংস করার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয়রা যাতে তাদের বাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কারের পাশাপাশি মশা দমনে ধূপ জ্বেলে রাখেন, সে বিষয়ে সচেতন করা হচ্ছে। ধূপ থেরাপির ফলে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সাফল্য আসবে।

তিনি আরো ব‌লেন, গত দুই মাস বরগুনাবাসীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মশা, তা এই ধূপ থেরাপির ফলে দূর হবে।

একইসঙ্গে কমে আসবে ডেঙ্গু রোগীর সংখ্যা। হ্রাস পা‌বে রোগী মৃত‌্যুর হার। ইতোম‌ধ্যেই অন্তত ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গে‌ছেন।

বি‌ডি ক্লিন বরগুনার সমন্বয়ক নাঈম ইসলাম ব‌লেন, পৌর শহ‌রের কাঠ‌পট্টি খাল, আমতলা খাল, ব্রাঞ্চ‌ রোড, লাকুরতলা, মনষাতলী, থানাপাড়া, চনকলনী, কে‌জি স্কুল মশার আঁতুরঘর। এই স্পটগু‌লো‌তে জল তরণী ও বি‌ডি

ক্লি‌নের কার্যক্রম অব‌্যহত থাক‌বে। ফ‌লে মশার বিস্তার‌ কম‌বে। একইস‌ঙ্গে কম‌বে ডেঙ্গু আক্রা‌ন্তের সংখ‌্যাও।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজোয়ান আলম একমত প্রকাশ করে বলেন, ৫০টি শয্যায় মশারি দেওয়া হয়েছে। কিন্তু হাতে গোনা কয়েকজন সেটি সবসময় ব্যবহার করছেন। তবে বেশির ভাগ রোগীর শয্যায় মশারি থাকলেও তারা দিনে তো দূরের কথা রাতেও সেটি ব্যবহার করেন না। শয্যার সঙ্গে অধিকাংশ রোগীর মশারি গুটানো থাকে।

তি‌নি আরো ব‌লেন, নার্স থেকে শুরু করে চিকিৎসকরা সবসময় রোগী ও তাদের স্বজনদের সচেতন করে যাচ্ছেন। কিন্তু কিছুতেই তারা মশারি ব্যবহার করছেন না। এ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। কিন্তু রোগীরা সচেতন নয়। বিষয়টা আরো কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ ব‌লেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর ৬ সদস্যের প্রতিনিধি দল বরগুনায় অবস্থান করছেন সংক্রমণের কারণ অনুসন্ধানে। প্রতিনিধি দল ডেঙ্গু সংক্রমণের উৎস, পরিবেশ ও রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য ব্যবস্থাপনা পর্যালোচনা কর‌ছেন।



পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার Nov 15, 2025
img
কিউই তারকা পেসারকে কোচ বানাল শাহরুখের দল Nov 15, 2025
img
টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল Nov 15, 2025
img
চুয়াডাঙ্গায় বিএনপির ৫৩ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে Nov 15, 2025
img
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার হওয়া নারীর জামিন নামঞ্জুর Nov 15, 2025
img
গ্ল্যামার নিয়ে প্রথমদিকে সমালোচনার মুখে পড়েছিলেন কোয়েল মল্লিক Nov 15, 2025
img
মেসি-মার্টিনেজের গোলে বছরের শেষটা দারুণ এক জয়ে রাঙালো আর্জেন্টিনা Nov 15, 2025
img
মায়ের ত্যাগ স্মরণ করে আবেগাপ্লুত বোমান ইরানি Nov 15, 2025
img
অভিনেত্রী কামিনী কৌশল আর নেই Nov 15, 2025
img
জামায়াতের শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কর্মীর Nov 14, 2025
img
বিয়ে ও মাতৃত্বের ইচ্ছা প্রকাশ করলেন শেহনাজ গিল Nov 14, 2025
img
ঈদগাহ মাঠের ঘটনার মূল আসামি জরেজুল ইসলাম গ্রেপ্তার Nov 14, 2025
img
১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশের পদকজয়ী আর্চাররা Nov 14, 2025
img

ডয়চে ভেলে

বাংলাদেশ সীমান্তে ভারত কেন শক্তি বৃদ্ধি করছে? Nov 14, 2025
img
সংবিধান অনুযায়ী এখন নির্বাচনের কোনো ভিত্তি নেই : গোলাম পরওয়ার Nov 14, 2025
img
মনোনয়ন ইস্যুতে এবার ধানক্ষেতে নবদম্পতির রিভিউ আবেদন Nov 14, 2025
img
এনসিপির আখতারের কী ফাঁস করার হুমকি দিচ্ছেন মাহমুদ? Nov 14, 2025
img
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের Nov 14, 2025
img
চোট নিয়ে জাতীয় দল থেকে ছিটকে গেছেন এমবাপে Nov 14, 2025
img
শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর Nov 14, 2025