তেহরানের পরমাণু আলোচনা বাতিলের পর নতুন হামলা চালাচ্ছে ইরান- ইসরাইল

ইরান ও ইসরাইল শনিবার (২১ জুন) নতুন করে হামলা চালিয়েছে। হুমকির মুখে থাকা অবস্থায় পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা আলোচনা করবে না বলে জানানোর একদিন পর এই পাল্টাপাল্টি হামলা চালালো ইরান-ইসরাইল।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইল দেশের অন্যতম বৃহৎ ইসফাহান পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে কোনো বিপজ্জনক পদার্থের লিকেজ পাওয়া যায়নি।

ইরানি গণমাধ্যম আরও জানায়, ইসরাইল কোম শহরের একটি ভবনে হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এতে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত এবং দুইজন আহত হয়েছেন।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং উৎক্ষেপণ অবকাঠামো স্থাপনার বিরুদ্ধে একের পর এক আক্রমণ শুরু করেছে।

জানা যায়, ইসরাইলে শুক্রবার ভোর ২ টা ৩০ মিনিটের কিছুক্ষণ পরে ইসরাইলি সামরিক বাহিনী ইরান থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে, যার ফলে তেল আবিবসহ মধ্য ইসরাইলের বিভিন্ন অংশ এবং ইসরাইলি-অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

এ সময় তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার শব্দ শোনা যাচ্ছিল। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ায় এলাকা জুড়ে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল।

ইসরাইলের জাতীয় জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, দক্ষিণ ইসরাইলেরও সাইরেন বেজে ওঠে। ইরান পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান একজন ইসরাইলি সামরিক কর্মকর্তা।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি।

১৩ জুন ইসরাইল ইরানে আক্রমণ শুরু করে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে অভিযোগ করে এই হামলা চালায় ইসরাইল। ইসরাইলের এই অভিযোগ অস্বীকার করে তেল আবিবের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে প্রতিশোধ নেয় ইরান।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরান কয়েক সপ্তাহের মধ্যে, অথবা কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন করতে সক্ষম হবে।

নিউ জার্সির মরিসটাউন বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এটা হতে দিতে পারি না।’

ট্রাম্প আরও দাবি করেন, তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড ভুল বলেছেন যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোন সুযোগ নেই। তবে তিনি শুক্রবার ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন যেখানে ইউরোপ কূটনীতিতে ফিরে যাওয়ার পথ তৈরির আশা করছে।

সূত্র: রয়টার্স

এসএন 

Share this news on:

সর্বশেষ

img

অ্যাটর্নি জেনারেল

ধর্ম যার যার উৎসব সবার, এই বিশ্বাস থেকে বিজয়া পুনর্মিলনীতে এসেছি Nov 13, 2025
img
'দর্শকের উন্মাদনাকে বাঁচিয়ে রাখার জন্য আমি প্রচুর স্বার্থত্যাগ করি' Nov 13, 2025
img
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সঙ্গে তামাশা: রেজাউল করীম Nov 13, 2025
img
হামজা উঠে যাওয়ায় সুবিধা হয়েছে : নেপাল কোচ Nov 13, 2025
img
চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন মাহাবুব আলম Nov 13, 2025
img
শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া দপ্তর Nov 13, 2025
img
আ.লীগ-যুবলীগের মধ্যে ঢুকে জামায়াতের লোকজন প্রাণ বাঁচিয়েছিল : হাফিজ ইব্রাহিম Nov 13, 2025
img
এনসিপি থেকে মনোনয়ন ফরম কিনলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইয়েদ জামিল Nov 13, 2025
img
তুরস্কের সুন্দরীকে বিয়ে করলেন 'থ্রি ইডিয়েটস' সিনেমার মিলিমিটার Nov 13, 2025
img
বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Nov 13, 2025
টেস্টে নতুন মাইলফলক চার টপঅর্ডারের ফিফটি Nov 13, 2025
img
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ওসির হাতে তুলে দিয়ে বলা হলো, ‘আপনাকে গিফট দিলাম’ Nov 13, 2025
img
গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলিয়াকেও ফলো করতে দেন না রণবীর Nov 13, 2025
img
“যশ-খ্যাতি চিরস্থায়ী নয়”- দেবের আত্মদর্শন Nov 13, 2025
img
দেশের ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ Nov 13, 2025
img
মনোনয়নপত্র সংগ্রহ করার পর হাসনাতের বার্তা Nov 13, 2025
img
নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তে গোলে জয় হাতছাড়া বাংলাদেশের Nov 13, 2025
img
এ আর রহমানের মেয়ে খাতিজার নেতৃত্বে নারী ব্যান্ড ‘রূহ-ই-নূর’ Nov 13, 2025
img
এবারও ভারতের বাইরে আইপিএল নিলাম Nov 13, 2025
img
ডাবলিন ও বুয়েন্স আয়ার্সে বাংলাদেশি দূতাবাস খোলার সিদ্ধান্ত Nov 13, 2025