আষাঢ়ের শুরুতেই টানা ৬ দিন বৃষ্টির দেখা মেলেছে রাজশাহীতে

আষাঢ়ের প্রথম দিন ১৫ জুন থেকে টানা ছয় দিনই রাজশাহীতে বৃষ্টির দেখা মেলেছে। এ ছয় দিনে বৃষ্টিপাত হয়েছে ১১৫ দশমিক ১ মিলিমিটার।

আষাঢ়ের শুরুতে এমন বৃষ্টিপাত ইতিবাচক হিসেবে দেখছে আবহাওয়া অফিস। তারা বলছেন, এমন আবহাওয়ায় কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। আষাঢ়ের শুরুতে এমন আবহাওয়া ২০ বছর পরে পেল রাজশাহীবাসী। এই মাসের আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আষাঢ় মাসের প্রথম দিন বৃষ্টিপাত হয়েছিল ২৫ মিলিমিটার, তারপরের দিন সোমবার বৃষ্টিপাত হয়েছে ৮ মিলিমিটার, মঙ্গলবার (১৭ জুন) বৃষ্টিপাত হয়েছে ৯ মিলিমিটার, গেল বুধবার (১৮ জুন) বৃষ্টিপাত হয়েছে ৫১ দশমিক ২ মিলিমিটার, বৃহস্পতিবার (১৯ জুন) বৃষ্টিপাত হয়েছে ৮ দশমিক ৯ মিলিমিটার। সবশেষ শুক্রবার (২০ জুন) রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ১৩ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গেল ১৫ জুন থেকে বৃষ্টিপাত শুরু হয়। রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছিল। সেদিন থেকে একটানা রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে শুধু ১৮ জুন ভারী বৃষ্টিপাত ছাড়া বাকি পাঁচদিন মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টিপাতের শ্রেণি নিয়ে আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে হালকা বলা হয়। একই সময়ে ১১ থেকে ২২ মিলিমিটার বৃৃষ্টিপাতকে মাঝারী, ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারী ধরণের ভারি, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি এবং ২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে অতি ভারি বর্ষণ বলা হয়।

জানা গেছে, রাজশাহীতে গেল ছয় দিন থেকে বৃষ্টি ভেজা দিন এবং মেঘলা আবহাওয়া বিরাজ করছিল। ফলে সবসময় আকাশে মেঘ থাকলেও কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এমন আবহাওয়ায় তেমন দেখা মেলেনি সূর্যের। এতে করে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। তবে ছয় দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও দিনভর বৃষ্টিপাতে একধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জীবিকার তাগিদে ঘর ছাড়া মানুষগুলোকে বৃষ্টিতে ভিজে কাজ করতে দেখা গেছে।

রাজশাহী আবহাওয়া সহকারী তারিক আজিজ বলেন, রাজশাহীতে জুন মাসের প্রথম তিন দিন বৃষ্টিপাত হয়েছে। এরপরে টানা ১২ দিন বৃষ্টিপাত হয়নি। ১৫ জুন থেকে বাংলা আষাঢ় মাস শুরু হয়েছে। সেদিন থেকে বৃষ্টিপাত হয়েছে। কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও মাঝারি বৃষ্টিপাত। এমনভাবে চলেছে আষাঢ়ের প্রথম সপ্তাহ।

তিনি বলেন, এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমেছে। আষাঢ় মাসে সপ্তাহজুড়ে টানা বৃষ্টিপাত ও এমন আবহাওয়া টানা ২০ বছর পরে পেল রাজশাহীবাসী। এটা আমাদের জন্য ভালো। বৃষ্টিপাত হয়েছে, তবে পরিমাণে খুব কম। আমরা কিন্তু আষাঢ়ের সেই পরিমাণ বৃষ্টিপাত পাচ্ছি না। পৃথিবীব্যাপী আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তবে বৃষ্টিপাত বন্ধ হলে আবারও গরম অনুভূত হবে।

অপরদিকে, গেল ছয় দিনের টানা বৃষ্টিতে আমসহ অন্য ফসলের ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি অফিস। এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে ছালমা বলেন, বৃষ্টিপাত হচ্ছে, তবে পরিমাণে কম। যে বৃষ্টিপাত হচ্ছে তাদের কোন ফসলের ক্ষতি হবে না। তবে উপকার হবে যে সব চাষিরা ধানের বীজতলা ফেলছে তাদের। কারণ বীজতলা ফেলতে যে পরিমাণের পানির প্রয়োজন হয়, সেটি লাগবে না। এছাড়া বৃষ্টিতে উপকার হলো পাটের। আমের ক্ষতি হবে না।

 কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৭ জেলায় বজ্রপাতসহ ভারি বর্ষণের সতর্কবার্তা Nov 04, 2025
img
সরকারবিরোধী বিক্ষোভে আবারও উত্তাল সার্বিয়া Nov 04, 2025
img
নিউ ইয়র্কে মেয়র নির্বাচন আজ : জরিপে এগিয়ে থাকা মামদানিকে রুখতে কুওমোকে ট্রাম্পের সমর্থন Nov 04, 2025
img
নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ নিচ্ছে ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 04, 2025
img
বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন-ভাতা Nov 04, 2025
img
এনসিপি নেতাদের এলাকায় বিএনপির প্রার্থী যারা Nov 04, 2025
img
এবার আফগানিস্তানের দায়িত্ব ছাড়ছেন জোনাথন ট্রট Nov 04, 2025
img
পুতিন ও শি জিনপিং দুজনকেই সামলানো কঠিন : ট্রাম্প Nov 04, 2025
img
ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করেছে ১২ প্রতিষ্ঠান Nov 04, 2025
img
সাতক্ষীরায় প্রার্থীতা বাতিলের দাবিতে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ Nov 04, 2025
img

২০২৫-২৬ অর্থবছর

৪ মাসে তৈরি পোশাক রপ্তানি আয় বাড়ল ১.৪০ শতাংশ Nov 04, 2025
img
জোটে গেলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে, অধ্যাদেশ জারি Nov 04, 2025
img
শরীয়তপুর ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা Nov 04, 2025
img
বিএনপি একটি সুন্দর রাষ্ট্র গড়তে চায় : কফিল উদ্দিন Nov 04, 2025
img
মৌলভীবাজার ৪টি আসনে ধানের শীষের প্রার্থী যারা Nov 04, 2025
img
হালান্ডকে মেসি-রোনালদো পর্যায়ের দাবি গার্দিওলার Nov 04, 2025
img
আজকের বাজারে স্বর্ণ ও রুপার দাম Nov 04, 2025
img
৩ বছর পর আবার হলুদ জার্সিতে ফাবিনিয়ো, নতুন মুখ একজন Nov 04, 2025
img
আবারও নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা Nov 04, 2025
img
বাগেরহাট জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি Nov 04, 2025