পঞ্চগড় সীমান্তে ১৮ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলার তিনটি পৃথক সীমান্ত এলাকা দিয়ে ১৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (২৫ জুন) ভোরে তেঁতুলিয়া উপজেলার শুকানি এবং সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধরভাঙ্গা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি বিওপি এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী পুরুষ, শিশু সহ ৫ জনকে পুশইন করে। পরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৪২৮ থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকায় তাদের আটক করে স্থানীয় বিওপিতে নিয়ে যায়।

এদিকে, বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির মহারাজা দিঘী সীমান্ত দিয়ে মেইন পিলার ৭৪৫ এর ৩-৪ সাব পিলার এলাকা দিয়ে নারী, পুরুষ, শিশু সহ ৬ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের স্থানীয় ক্যাম্পের সদস্যরা। পরে টোকাপাড়া বিওপির টহল দল কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

এছাড়া সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙা সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের শ্যাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৭ জনকে পুশইন করে। সকালে জয়ধর ভাঙা বিওপির বিজিবি সদস্যরা আটক করে। আটককৃতদের তেঁতুলিয়া এবং পঞ্চগড় সদর থানার হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে তাদের তুলে দেয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ। জানা গেছে, আটককৃতরা ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় শ্রমিক ও দিনমজুরের কাজ করতো। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিমানযোগে শিলিগুড়ি বাকডোগরা বিমানবন্দরে পাঠায়। পরে তাদের সীমান্তের তিনটি পৃথক এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত মুসা মিয়া বলেন, ওখানে বিওপি এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করা পাঁচজনকে ভজনপুর বিওপির সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে আইন অনুযায়ী পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।

পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন বলেন, ‘পঞ্চগড় সদর উপজেলার দুইটি সীমান্ত দিয়ে মোট ১৩ জনকে পুশিল করে দিয়েছে। পরে বিজিবি তাদেরকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইন অনুযায়ী তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করছি।’

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মোট ১৩ জন পুশইন করেছে। আর ১৮ বিজিবি ৫ জনকে আটক করে। আমরা থানায় সাধারণ ডায়েরী করার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে।’

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের শুকানি ক্যাম্প এলাকা দিয়ে পাঁচজন বাংলাদেশের প্রবেশ করার পরে দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকায় আমাদের ভজনপুর বিওপির টহল দল তাদের আটক করে। আমরা তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরী করে তাদেরকে হস্তান্তর করেছি।’

ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক Oct 03, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 03, 2025
ইউক্রেনের টমাহক চাওয়ায় রাশিয়ার রেডলাইন শঙ্কা Oct 03, 2025
অবরুদ্ধ গাজা নৌবহর আটক, ইসরায়েল নিশ্চিত নিরাপত্তা Oct 03, 2025
img
এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নাই : সেলিমুজ্জামান Oct 03, 2025
চীনের সঙ্গে বৈঠক ঠিক করতে বাইডেনকে আক্রমণ ট্রাম্পের Oct 03, 2025
সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলমের পোস্ট, চাইলেন ক্ষমা Oct 03, 2025
গাজামুখী ফ্লোটিলার যাত্রা গাজায় পৌঁছাতে পারেনি: ইসরায়েল Oct 03, 2025
শাপলা প্রতীক বাদ, এনসিপিকে থালা-হাঁস-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন দিলো ইসি Oct 03, 2025
img
শুক্রবার বিক্ষোভ মিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের Oct 03, 2025
একটি ছাড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী Oct 03, 2025
পূজার ছুটিতে অস্বাভাবিক রাজধানীর সবজির বাজার Oct 03, 2025
জামায়াত রাজাকারের বংশধর, ভোট পাবে ৬ শতাংশ: ফজলুর রহমান Oct 03, 2025
৫ই আগস্টের পর কি দেশের মানুষ সব ফেরেস্তা হয়ে গেছে? : ব্যারিস্টার ফুয়াদ Oct 03, 2025
কাজ ও মাতৃত্বের ভারসাম্যে নিজ জীবনের গল্প শোনালেন রানী মুখার্জি Oct 03, 2025
ইনজুরি কাটিয়ে সেরা ছন্দে না থাকলেও বর্ষসেরা বেলিংহ্যাম Oct 03, 2025
img
গাজামুখী নৌবহরে অসুস্থ অনুভব করছেন শহিদুল আলম Oct 03, 2025
img
বাংলাদেশে সব ধর্মই মর্যাদা ও সম্মানের সঙ্গে পালন করা সম্ভব: প্রেস সচিব Oct 03, 2025
img
গাজার খুব কাছাকাছি চলে এসেছি: শহিদুল আলম Oct 03, 2025
img
দেশকে উন্নতির শিখরে নিতে একযোগে কাজ করতে হবে : শিমুল বিশ্বাস Oct 03, 2025