মুরাদনগরের ঘটনার ভুক্তোভোগীর ভিডিও-ছবি ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিজিটাল প্লাটফর্মে ছড়িয়ে পড়া কুমিল্লা ধর্ষণকাণ্ডের ভুক্তোভোগীর বিবস্ত্র ভিডিও, ছবি চব্বিশ ঘণ্টার মধ্যে অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভুক্তোভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শকে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার এ সংক্রান্ত এক রিট আবেদনে প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। ভুক্তোভোগীর নাম-পরিচয়, গোপণীয়তা, ভিডিও ও ছবি প্রচার-প্রকাশ করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজপি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, কুমিল্লার পুলিশ সুপার, তথ্য সচিব, বিটিআরসি এবং কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তোভোগীর বিবস্ত্র ভিডিও, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক গণমাধ্যমও ভুক্তোভোগীর নাম-পরিচয় উল্লেখ করে খবর প্রকাশ করে।

এই ধর্ষণকাণ্ড নিয়ে মূল ধারার কয়কটি গণমাধ্যমে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করে রবিবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর নূরুন্নবী উজ্জ্বল। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। আদেশের পর এই আইনজীবী দেশের একটি গণমাধ্যমকে বলেন, “রিটে এই ধর্ষণকাণ্ডের বিচারিক অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়েছিল। যেহেতু মামলা হয়েছে, তদন্ত চলছে তাই আদালত আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।”

আগামী ১৪ জুলাই বিষয়টি শুনানির জন্য কার‌্যতালিকায় রাখা হবে বলে জানান এই আইনজীবী।

রবিবার কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগরে একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানিয়েছেন, ফজর আলীকে আসামি করে শুক্রবার মামলা করেছেন এক হিন্দু নারী। বাদীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই নারী বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার (২৯ জুন) রাত ১১টার পর ওই নারীর বাবা-মা বাড়ির বাইরে যান। তখন ফজর আলী বাড়িতে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা এসে ফজর আলীকে ধরে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

মামলার বাদীর ভাষ্য, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাঁদের পরিবারের পরিচয় ঘটে। এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে ঢুকে।

ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। শনিবার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। আর নির্যাতনের ঘটনার ভিডিও ধারণ ও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিক, সুমন, রমজান ও বাবু নামের চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আরআর/টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট Jan 12, 2026
img
তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ Jan 12, 2026
img
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ্টা Jan 12, 2026
img
রেটিং দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় Jan 12, 2026
img
ময়মনসিংহে জাপার ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান Jan 12, 2026
img
স্মরণে খল অভিনেতা নাসির খান, ২৭ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ৫ শতাধিক সিনেমায় Jan 12, 2026
img
ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকাশ Jan 12, 2026
img
রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টেবিলের শীর্ষে রাজশাহী Jan 12, 2026
img
সুশান্তের মতোই বলিউডের ‘রাঘব বোয়াল’দের টার্গেটে কার্তিক আরিয়ান! Jan 12, 2026
img
বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কষ্ট হয় : শামা ওবায়েদ Jan 12, 2026
img
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের Jan 12, 2026
img
ধাওয়ান-সোফির বাগদান, লাল গোলাপের বন্ধনে ‘চিরদিনের পথচলা’ Jan 12, 2026
img
বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি: জামায়াত আমির Jan 12, 2026
img
লিওনার্দোর প্রেমিকা নিয়ে মশকরা সঞ্চালিকার, কী করলেন অভিনেতা? Jan 12, 2026
img
খালেদা জিয়ার স্মরণে শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা Jan 12, 2026
img
নির্বাচনের আগে রাজনৈতিক দলের কাছে কী জানতে চাইলেন কুদ্দুস বয়াতী? Jan 12, 2026
img
গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প Jan 12, 2026
img
রোমিওর জীবনে তৃপ্তির রহস্যময় উপস্থিতি Jan 12, 2026
img
আসিফ নজরুলের বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি Jan 12, 2026
img
নিজের অফিসেই ‘অপমানিত’ আমির খান, ঘাড় ধাক্কা দিয়ে বের করলেন সুনীল গ্রোভার! Jan 12, 2026