উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রিমিনাল অফেন্স করেছেন : মাসুদ কামাল

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, মরোক্কো যাওয়ার পথে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেছেন। অস্ত্রসহ বিমানবন্দরে প্রবেশ করা একটি ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ); একটা ভয়ঙ্কর অপরাধ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনি যদি এই কাজ করেন, আপনাকে জেলে যেতে হবে।

কয়েক বছর আগে আওয়ামী লীগের একজন নেতা অস্ত্রসহ এয়ারপোর্টে ঢুকে গিয়েছিলেন। তার জেল হয়েছিল। স্বৈরাচারী আমলে কিন্তু স্বৈরাচারী সরকারও এ আইনটা প্রয়োগ করেছিল।
মাসুদ কামাল বলেন, দেশের সংবিধান বলে আইন সবার জন্য সমান।

কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা দেখছি আইন সবার জন্য সমান নয়। উনার জন্য আইন সমান নয়, উনার কিছুই হয়নি। উনি সেই অস্ত্রটা উনার প্রটোকল অফিসারের কাছে দিয়ে মরক্কো চলে গেছেন। কেউ তাকে আটকায়নি।

কেউ তাকে বলেনি আপনি একটা বেআইনি কাজ করেছেন। কেউ উনার কাছ থেকে কোন ধরনের মুচলেকা পর্যন্ত নেয়নি। যেন কিছুই হয়নি। এই হলো এ দেশের আইনের শাসনের নমুনা।

বাংলাদেশের অস্ত্র আইনের বিষয়ে মাসুদ কামাল বলেন, আইন বলছে অস্ত্র পেতে হলে বয়স হতে হবে ৩০ থেকে ৭০ বছর।

দ্বিতীয়ত, ছোট অস্ত্রের ক্ষেত্রে প্রতিবছর ৩ লাখ টাকা করে পরপর ৩ বছর আয়কর দিতে হবে। তারপর জেলা প্রশাসন বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ২৬ আর তার ৩ লাখ টাকা আয়কর দেওয়ার সামর্থ্য আছে বলে বলে আমি বিশ্বাস করি না। কারণ কয়েকদিন আগেও তিনি বেকার ছিলেন, পড়ালেখাও শেষ করেন নাই।

মাসুদ কামাল বলেন, আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজে অস্ত্র আইনের একটি অধ্যায়ের ছবি দিয়ে লিখেছেন— আসুন জানি-শিখি, তারপর মন্তব্য করি। ডিফেম (মানহানি) করাই যদি উদ্দেশ্য হয়, তাহলে অজ্ঞ থাকুন। উপদেষ্টার এমন স্ট্যাটাসে ঔদ্ধত্য রয়েছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, এতে মানুষকে আক্রমণ করার এক ধরনের মানসিকতা এখানে কাজ। উনি বলতে চেয়েছেন, যারা উনাকে ডিফেম করেছেন তারা কিছু জানে না, কিছু শেখেনি এবং তারা অজ্ঞ-মূর্খ। উনি হলেন মহাজ্ঞানী।

স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমপদ মর্যাদা সম্পন্ন ব্যক্তির জন্য আইনে বিশেষ একটা প্রাধিকার আছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, উনি মন্ত্রীর সমপদ মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি। অতএব উনার জন্য ওই ৩০ বছরের নিয়মটা প্রযোজ্য নয় এবং ওই ইনকাম ট্যাক্সের ব্যাপারটাও প্রযোজ্য নয়। তো সেক্ষেত্রে উনি অস্ত্র পেতে পারেন লাইসেন্স হিসেবে।

তবে অস্ত্র আইনে বলা আছে, বিদেশে অবস্থানকালীন সময়ে লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট জেলা মালখানা, থানা অথবা সেফ কিপিং লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানে জমা রাখতে হবে। মরক্কোতে যাওয়ার আগে আপনি কি আপনার অস্ত্রটা যথাযথা যায়গায় রেখেছেন? রাখেননি; রাখেননি আমি কি করে বুঝলাম? আপনি স্পষ্ট বলেছেন- 'যে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। যেটা স্ক্যান করার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। প্রশ্নটা হলো আপনি অস্ত্রটা বাসায় রেখে এসেছেন, কেন? আপনি তো বাসায় অস্ত্র রেখে আসতে পারেন না।

৩৩ এর খ ধারা অনুযায়ী আপনি এটা পারেন না। আপনি অস্ত্র নিয়েছেন, অস্ত্র আইন জানবেন না। আপনি তো অস্ত্র রাখার যোগ্যতাই নাই আপনার। আপনি তো অন্যায় করেছেন, ক্রিমিনাল অফেন্স করেছেন। এটা একটা ক্রিমিনাল অফেন্স।'

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
টাঙ্গাইল-৮ আসনে ২ শতাধিক বিএনপি নেতাকর্মীর পদত্যাগ Nov 28, 2025
img
জামায়াতের প্রার্থীর প্রচারণায় বিএনপি সমর্থকদের হামলার নিন্দা-প্রতিবাদ Nov 28, 2025
img
ফজলুর রহমানের বাসার সামনে হাতবোমা নিক্ষেপ নিয়ে আইনজীবী পান্নার মন্তব্য Nov 28, 2025
img
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ Nov 28, 2025
img
তৃতীয় মেয়াদে ডা. শফিকুর রহমান, দায়িত্ব পালনের নতুন শপথ আজ Nov 28, 2025
img
প্রচারের ভিড়ে নিজস্ব বিশ্বাসে কোয়েল মল্লিক Nov 28, 2025
img
যত ইচ্ছে সমালোচনা করতে বললেন তাওহীদ হৃদয় Nov 28, 2025
img
রাজশাহীতে ৬০টি হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ Nov 28, 2025
img
আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই Nov 28, 2025
img
হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ Nov 28, 2025
img
রোমাঞ্চকর জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর লিটন দাসের মন্তব্য Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারল বাংলাদেশ Nov 27, 2025
img
মেন্টরের জন্য দুই কিংবদন্তির সঙ্গে আলোচনায় নোয়াখালী Nov 27, 2025
img
ভূমিকম্পে ঢাকার যেসব এলাকা কম ঝুঁকিপূর্ণ Nov 27, 2025
img
মুক্তি পেয়েছে 'স্ট্রে/ঞ্জা/র থিংস ৫, ক্র্যাশ করল নেটফ্লিক্স Nov 27, 2025
img
নারী উদ্যোক্তা তনির মানহানির মামলায় গ্রেপ্তার আকাশ নিবির কারাগারে Nov 27, 2025
img
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের সাজা Nov 27, 2025
img
কোনো দলের সমালোচনা করে প্রচারণা করব না: জামায়াত প্রার্থী Nov 27, 2025
সারা বাংলাদেশ আজ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন কামাল হোসে Nov 27, 2025