বিএনপি নেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন, প্রত্যেকটা মব ভায়োলেন্স সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোশাররফ আহমেদ ঠাকুর বলেন, এ সরকার মবতন্ত্র, শাসনতন্ত্র ও রাষ্ট্রযন্ত্র একসাথে চালাচ্ছে। মবতন্ত্র, শাসনতন্ত্র ও রাষ্ট্রযন্ত্র এ তিনটি একসাথে চলতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বহুবার বলেছে দেশে আর মব হবে না। প্রত্যেকটা মব হয়েছে সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়, আশ্রয়ে-প্রশ্রয়ে।
একটা আধুনিক দেশের রাষ্ট্রপ্রধান মবে ক্ষতিগ্রস্তদের মামলা করতে বলতে পারেন কিনা এমন প্রশ্ন তুলে মোশাররফ আহমেদ ঠাকুর বলেন, ৫ ফেব্রুয়ারির পরে প্রধান উপদেষ্টা বলেছেন ,আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশে শাসনতন্ত্র আছে, আইন আছে, আপনারা মামলা করেন। একটা মব হয়ে যাওয়ার পরে ব্যবস্থা না নিয়ে যখন সরকার প্রধান বলেন মামলা করেন, তখন যারা মব করে তাদেরকে আরো উসকে দেওয়া হয়।
মবের সুবিধা নিয়ে সরকার নির্বাচনকে প্রলম্বিত করতে চায় উল্লেখ করে তিনি আরো বলেন, মব হলে সরকার বলতে চায় দেশে নির্বাচনের পরিস্থিতি নেই, পুলিশ দাঁড়ায় নি, দেশ ভালোভাবে চলছে না। এ অবস্থায় নির্বাচন করা যাচ্ছে না। এখন যতগুলো কাজ হচ্ছে সবগুলোর লক্ষ্য নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচনের ব্যবস্থাকে প্রলম্বিত করা।
কেএন/টিকে