২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের দেওয়া একটি ফেসবুক পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে।
ওই বছরের ১৩ জুলাই নিজের ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে পোস্টটি দিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আবু সাঈদ।
ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে। অন্যায়ের পক্ষে থেকে ১০০ বছর বাঁচার থেকে ন্যায়ের পক্ষে থেকে মারা যাওয়া অধিক উত্তম, সম্মানের, শ্রেয়।’
আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলমসহ আরো অনেককে শহীদ আবু সাঈদের ১৩ জুলাইয়ের সেই ফেসবুক পোস্টটি শেয়ার করতে দেখা গেছে।
আরআর/এসএন