বরগুনার তালতলী উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হকেও সমর্থক এবং উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তালতলী উপজেলার সদর রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নৌবাহিনীর সদস্যরা।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে আহতরা হলেন—সিদ্দিকুর রহমান (৩০), শাকিল (২৭), রবিউল মুসুল্লি (২৬), মহসিন খান (২৭), মানু (৪৫), আলাউদ্দিন (৪৫), কবির (৩৫), রহিম (৪০), রুবেল (৩৪), সাহাবিদ খান (৪২), আ. হাই (৫০), সাইদুল (৩৫), নুর মোহাম্মদ (৪৫) এবং মিজান (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হকের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন বিএনপিকর্মী ও ব্যবসায়ী মো. আবুল কালাম।
এ সময় তার পক্ষে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, যুগ্ম আহ্বায়ক মিয়া শামিম হাসান, মংসেলন তালুকদার, যুবদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কৃষক দলের জেলা সহসভাপতি হারুন অর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি জাফরসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইউটি/টিকে