তামাককে মাদকদ্রব্য ঘোষণা করে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী। সিলেটে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক বিভাগীয় সেমিনারে এমন দাবি রাখা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয় সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান। সেমিনারে আলোচক ছিলেন, অতিরিক্ত ডিআইজি নাছির উদ্দিন আহমেদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ ডা. হালিমা এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।
সেমিনারে বক্তারা স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের ফটক ও আশপাশ এলাকায় অবস্থিত টি-স্টলসহ বিভিন্ন দোকানে সিগারেট ও তামাক বিক্রি নিষিদ্ধ করার দাবি জানান।
আরআর/এসএন